বোনের প্রশংসা করেছেন বলেছেন কোনও অ্যাওয়ার্ড ফাংশান বা কোনও বিয়ে বাড়িতে কখনও নাচেননি ৷ তিনি অন্য এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন ফিল্ম ইন্ডাসট্রিতে মাফিয়ারাজ শুরু হয়ে গিয়েছে শিল্পীদের থেকে মাফিয়াদের সম্পত্তি দিনে দিনে বাড়ছে ৷ কঙ্গনার নতুন প্রোডাকশন হাউস পালি হিল এলাকায় ৷ এই প্রোডাকশন হাউজের প্রজেক্টে কাজ করবেন ভাই অক্ষিত আইনি ও টাকা বিষয় সংক্রান্ত ব্যাপারগুলি দেখবেন ৷
advertisement
ছবিগুলি শেয়ার করে রঙ্গোলি চান্দেল লিখেছেন মুম্বইয়ের প্রাইম লোকেশনে প্রোডাকশন হাউসের স্বপ্ন ১০ বছর আগে কঙ্গনা দেখেছিলেন ৷ সৎ পথে থেকে দায়িত্ব নিয়ে কাজ করলে সব কিছুই পাওয়া সম্ভব হয় ৷ স্টুডিওর একটি ফ্লোরের ভিডিও শেয়ার করেছেন ৷ কঙ্গনার নতুন প্রোডাকশন হাউস মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসি দিয়ে শুভযাত্রা শুরু করবেন ৷ নির্দেশক অশ্বিনী আইয়ার তিওয়ারির ছবি পঙ্গাতে দেখতে পাওয়া যাবে ৷
There are three floors, only this one I am secretly posting, rest pls see in Elle Decor April May 2020 issue ..... thanks to Kangana who dared to dream and thanks to Shabnam Gupta who designed her dream