মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলার আঠানি থানা এলাকায়৷ মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ শিরোল (৪৪)৷ কুকুর তাড়া করায় দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে ওই ব্যক্তির মোটরসাইকেল৷ গত ১৫ জানুয়ারি এই দুর্ঘটনা ঘটলেও সিসিটিভি ফুটেজ দেখার দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পারে পুলিশ৷
পুলিশ এবং স্থানীয়রা প্রথমে ভেবেছিল, এটিও সাধারণ কোনও একটি মোটরসাইকেল দুর্ঘটনা৷ কিন্তু সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে পুলিশ দেখে, দুর্ঘটনার ঠিক আগে বিশ্বনাথ শিরোলের মোটরসাইকেলকে ধাওয়া করে একটি পথকুকুর৷ যা দেখে ঘাবড়ে যান ওই ব্যক্তি৷ কুকুরের কামড় থেকে বাঁচতে দ্রুত মোটরসাইকেল চালানোর চেষ্টা করেন তিনি৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে তাঁর মোটরসাইকেলটি৷ যার ফলে গুরুতর আঘাত লাগে তাঁর৷ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি৷
advertisement
দুর্ঘটনায় মৃত বিশ্বনাথ শিরোলের পরিবার জানিয়েছে, আগেও একবার বিশ্বনাথকে কুকুর কামড়েছিল৷ তার পর থেকেই কুকুরকে প্রবল ভয় পেতেন ওই ব্যক্তি৷ পরিবারের একমাত্র উপার্জনকারীও ছিলেন তিনি৷ স্ত্রী ছাড়াও বিশ্বনাথ শিরোলের তিমটি সন্তান রয়েছে৷
এই দুর্ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদেরও অভিযোগ, পথকুকুরদের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে৷ এ বিষয়ে দ্রুত কোনও পদক্ষপেরজন্য স্থানীয় পুর কর্তৃপক্ষকেও অনুরোধ করেছেন তাঁরা৷ ঘটনার তদন্ত শুরু করেছে আঠানি থানার পুলিশ৷
