TRENDING:

Kamala Pasand Family Housewife Death: দক্ষিণ ভারতীয় অভিনেত্রীকে বিয়ে স্বামীর, দিল্লিতে আত্মঘাতী বিখ্যাত পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূ!

Last Updated:

কমল কিশোরের বড় ছেলে হরপ্রীত চৌরাসিয়ার সঙ্গে ২০১০ সালে বিয়ে হয়েছিল দীপ্তির৷ তাঁদের একটি ১৪ বছরের ছেলেও রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজশ্রী এবং কমলা পসন্দ পান মশলা নির্মাতা সংস্থার কর্ণধার কমল কিশোরের পুত্রবধূ দীপ্তি চৌরাসিয়া (৪০) আত্মঘাতী হলেন ৷ মঙ্গলবার বিকেলে দিল্লির বসন্ত বিহার এলাকায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

সূত্রের খবর, মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে দীপ্তির শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করতে চলেছেন৷

কমল কিশোরের বড় ছেলে হরপ্রীত চৌরাসিয়ার সঙ্গে ২০১০ সালে বিয়ে হয়েছিল দীপ্তির৷ তাঁদের একটি ১৪ বছরের ছেলেও রয়েছে৷ সম্প্রতি হরপ্রীত দক্ষিণ ভারতীয় এক অভিনেত্রীকে দ্বিতীয় বার বিয়ে করেছেন বলে খবর৷ স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পাওয়ার পর মানসিক অবসাদ থেকেই দীপ্তি আত্মঘাতী হয়েছেন বলে খবর৷

advertisement

এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, একটি ওড়না গলায় জড়িয়ে আত্মঘাতী হন দীপ্তি৷ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয় খবর৷ যদিও সুইসাইড নোটে কারও নাম উল্লেখ করা রয়েছে কি না, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪ হাজার টাকা ভাগ্য বদলাল চন্দ্রকোনার ব্যবসায়ীর! মাশরুমের বিজনেস আইডিয়াতে এখন আয় অঢেল
আরও দেখুন

কমলা পসন্দ পান মশলার ব্যবসা কানপুর, দিল্লি, কলকাতা এবং মুম্বইয়ে ছড়িয়ে রয়েছে৷ কমলা পসন্দ সংস্থার মালিক কমল কিশোর চৌরাসিয়া৷ কানপুরের ফিল্ডখানা এলাকা থেকে নিজের ব্যবসা শুরু করেছিলেন কমল কান্ত চৌরাসিয়া৷ ৪০-৪৫ বছর আগে ছোট গুমটি দোকান থেকে খুচরো পান মশলা বিক্রি করতেন তিনি৷ সেখান থেকে শুরু করে আজ তাঁর সংস্থার কয়েকশো কোটি টাকার লেনদেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kamala Pasand Family Housewife Death: দক্ষিণ ভারতীয় অভিনেত্রীকে বিয়ে স্বামীর, দিল্লিতে আত্মঘাতী বিখ্যাত পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল