৫১ পীঠের একটি অন্যতম শক্তি পীঠ হল নীলাচল পর্বতে অবস্থিত এই কামাক্ষ্যা মন্দির । কথিত আছে এখানে সতীর যোনি পড়েছিল । প্রতি বছর এই সময় ৪ দিনের জন্য বন্ধ থাকে মা কামাক্ষ্যার পুজো । বলা হয় এই সময় বার্ষিক ঋতুদর্শন হয় দেবী মায়ের । পঞ্চম দিনে ফের মন্দির খোলা হয় । এই সময় মায়ের আশীর্বাদ নিতে প্রতি বছর প্রায় ২৫ লাখ ভক্ত আসেন কামাক্ষ্যায়। সেই উপলক্ষ্যে বিশাল মেলা বসে । কিন্তু এ বছর বন্ধ হয়ে গেল ৪০০ বছরের পুরনো সেই মেলাই ।
advertisement
advertisement
সোমবার, সকাল ৭টা ৫৩ মিনিট থেকে শুরু হয়েছে অম্বুবাচী ৷ শেষ হবে বৃহস্পতিবার, ২৫ জুন রাত ৮টা বেজে ১৬ মিনিটে ৷ এই চার দিন বন্ধ থাকবে মন্দিরের গর্ভগৃহ ৷ ২৬ জুন সকালে ফের রীতি মেনে পুজো পাঠ শুরু হবে ৷
Location :
First Published :
June 22, 2020 12:34 PM IST