TRENDING:

পরিযায়ী শিশুশ্রমিক থেকে ইঞ্জিনিয়ার! ‘সন্তানের’ ফেলোশিপে গর্বিত কৈলাস সত্যার্থী

Last Updated:

রেস্তরাঁয় ফাইফরমাশ খাটার শিশুশ্রমিক থেকে ইঞ্জিনিয়ার ৷ শুভম রাঠৌরের স্বপ্নের উড়ানের কান্ডারি ছিলেন তিনি ৷ আবেগঘন সেই মুহূর্তকে ট্যুইটবন্দি করেছেন কৈলাস সত্যার্থী (Kailash Satyarthi )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি : রেস্তরাঁয় ফাইফরমাশ খাটার শিশুশ্রমিক থেকে ইঞ্জিনিয়ার ৷ শুভম রাঠৌরের স্বপ্নের উড়ানের কান্ডারি ছিলেন তিনি ৷ আবেগঘন সেই মুহূর্তকে ট্যুইটবন্দি করেছেন কৈলাস সত্যার্থী (Kailash Satyarthi )৷ লিখেছেন, ‘‘আমার কাছে এটা খুব গর্ব ও আবেগের মুহূর্ত ৷  মধ্যপ্রদেশের একটি ছোট্ট ধাবা থেকে উদ্ধার করা হয়েছিল শুভমকে ৷ আজ সে মনোনীত হয়েছে অশোক বিশ্ববিদ্যালয়ের ইয়ং ইন্ডিয়া ফেলোশিপের জন্য৷’’
advertisement

তরুণ তুর্কি শুভম এই মুহূর্তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাওয়ারগ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়ায় ৷ তাঁর ‘সন্তান’ শুভমকে আশীর্বাদ করে নোবেলজয়ী লিখেছেন, ‘‘তুমি প্রকৃত অনুপ্রেরণা৷’’

শুভমের পরিবার আদতে রাজস্থানের প্রতাপগড়ের ৷ তেরো বছর বয়সে পরিযায়ী হয়ে তাকে আসতে হয়েছিল মধ্যপ্রদেশের মান্দসৌরে ৷ পরিবারের আর্থিক হাল ধরতে  কাজ শুরু করেছিলেন এক রেস্তরাঁয় ৷

অবশেষে ২০০৯ সালে মুক্তির আলো ৷ পৌঁছেছিল কৈলাস সত্যার্থীর ‘বচপন বঁচাও’ আন্দোলনের মাধ্যমে ৷ স্থানীয় পুলিশের সঙ্গে কিশোর শুভমকে উদ্ধার করেছিল কৈলাসের প্রয়াস ৷

advertisement

শুভমের পরের গন্তব্য জয়পুরের শিশুআশ্রম ৷ তিন মাস সেখানেই পড়াশোনার পর পা রাখেন স্থানীয় সরকারি স্কুলে ৷ ধুলোমুঠি করে বড় হওয়া শুভম সুযোগ হাতছাড়া করতে চাননি ৷ মনপ্রাণ এক করে পড়াশোনায় একের পর এক ধাপ পেরতে থাকেন ৷ অতীতকে মনে রেখেছিলেন বলেই হয়তো শান বাঁধানো হয়েছিল তাঁর লড়াই ৷ শিকড়ের টানেই কলেজজীবনে চলে যেতেন গ্রামে, নিখরচায় শিশুদের পড়াবেন বলে ৷

advertisement

ইঞ্জিনিয়ার হওয়ার পরও থামেনি তাঁর উড়ান ৷ সম্মাননীয় ফেলোশিপ পেয়ে আরও তীক্ষ্ণ করতে চান তাঁর দক্ষতা ৷ তরুণ প্রজন্মের কাছে শুভমের আর্জি যেন মনে করিয়ে দেয় বিদ্রোহী কবির লেখাকেই ৷ তাঁর মাতৃভূমি তথা এই বিশ্বকে শিশুদের কাছে বাসযোগ্য করে তোলার কাজে সামিল হোক নবীন প্রজন্ম ৷ বলছেন শুভম ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

তাঁর মতো আরও অসংখ্য শুভমকে অন্ধকার থেকে আলোর দিশা দেখিয়েছেন কৈলাস সত্যার্থী৷ সেই আলোর পথযাত্রীদের কৃতিত্বেই উদ্ভাসিত নোবেল শান্তি পুরস্কারে ভূষিত এই সমাজসেবী ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পরিযায়ী শিশুশ্রমিক থেকে ইঞ্জিনিয়ার! ‘সন্তানের’ ফেলোশিপে গর্বিত কৈলাস সত্যার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল