পদত্যাগের পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার তরফে অভিযোগ উঠেছিল, তিনি বহুবার রাহুলের সঙ্গে দেখা করতে চাইলেও সাক্ষাৎ হয়নি ৷ এদিন সাংবাদিকদের সঙ্গে সেই প্রসঙ্গে কথা বলার সময়ই এই অভিযোগ অস্বীকার করেন রাহুল ৷ বলেন, ‘আমরা একসঙ্গে কলেজে ছিলাম ৷ কখনও সিন্ধিয়ার প্রশ্ন অবজ্ঞা করিনি ৷ সিন্ধিয়ার জন্য আমার বাড়িতে বরাবরই ছিল অবারিত দ্বার৷ যখন খুশি আসতে যেতে পারত ৷’
advertisement
মঙ্গলবারই কংগ্রেসে ইস্তফা দেন৷ বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ সোমবার রাত থেকেই জ্যোতিরাদিত্যর সঙ্গে যোগাযোগ করতে পারেনি কংগ্রেস৷ হোলির দিনই জ্যোতিরাদিত্যকে সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বৈঠক শেষ করেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন সিন্ধিয়া ৷ জ্যোতিরাদিত্যের দল ছাড়ার সঙ্গেই টালমাটাল অবস্থা মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের৷