গত বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, হরক সিং রাওয়াত নির্বাচনের আগেই দল ছাড়তে পারেন। কিন্তু বিজেপি তাঁকে সেই সুযোগ দিল না। উল্টে তাঁকেই আগেভাগে বহিষ্কার করা হল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি লিখে, হরক সিংকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার আবেদনও জানিয়েছেন।
আরও পড়ুন: প্রার্থী ঘোষণা বিজেপি-র, ভেস্তে গেল সপা- ভীম আর্মি জোট, ভোটে সরগরম উত্তর প্রদেশ
advertisement
কী কারণ দেখিয়ে বহিষ্কার করা হল হরক সিং রাওয়াতকে? বিজেপি সূত্রে খবর, দলবিরোধী কার্যকলাপের অভিযোগেই একসময়ের কংগ্রেস নেতা হরক সিং রাওয়াতকে দল থেকে বহিষ্কার করা হল। তাঁর দলীয় সদস্যপদও ৬ বছরের জন্য বাতিল করেছে গেরুয়া শিবির। বিজেপি শিবিরের একাংশের অভিযোগ, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছিল, ততই নিজের পরিবারের একাধিক সদস্যদের প্রার্থী করার জন্য চাপ দিচ্ছিলেন হরক সিং। কংগ্রেসের সঙ্গেও তাঁর গোপন যোগাযোগ ছিল। সেই কারণেই দল থেকে বহিষ্কার করা হল তাঁকে।
আরও পড়ুন: পঞ্জাব কংগ্রেসে কোন্দল চলছেই, এ বার মুখ্যমন্ত্রীর ভাই নির্দল প্রার্থী হওয়ার পথে
তবে, বিজেপি থেকে বহিষ্কার হয়ে মোটেই বসে থাকছেন না ওই মন্ত্রী। তিনি আজই কংগ্রেসে যোগ দিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে হরক সিং রাওয়াত সহ ১০ বিধায়ক কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং নাম লিখিয়েছিলেন বিজেপিতে। এবার বিজেপি-র সঙ্গেই সংঘাতে বহিষ্কৃত হতে হল তাঁকে।