অগ্নিমূল্য জ্বালানির জেরে পুড়ছে বাজার ৷ পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে ২০ জুলাই থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘট শুরু করবেন ট্রাক মালিকরা। দেশজোড়া এই ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস। শনিবারই সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটের কথা ঘোষণা করে রাজ্যের ট্রাক মালিক সংগঠনগুলি ৷ শুধু পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিই নয়, টোলট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।
advertisement
এ রাজ্যে প্রায় প্রতিদিন তিন লক্ষ ট্রাক চলাচল করে ৷ এর মধ্যে প্রায় হাজার খানেক ট্রাক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহণের সঙ্গে যুক্ত ৷ এই ধর্মঘটের ফলে প্রভাব পড়বে মাছ, মাংস, ডিম, সবজির জোগানে ৷ এর ফলে ফের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে ৷
আরও পড়ুন
দোষীদের ফাঁসি হবে কি ? নির্ভয়া কাণ্ডে আজ রায় দেবে শীর্ষ আদালত
মাসখানেক আগে থেকেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে ৷ সবজি, মাছ, মাংস, ফলে হাত ঠেকানো যাচ্ছে না ৷ তড়তড়িয়ে বেড়েছে আলুর দামও। পেট্রোপণ্যের দামবৃদ্ধির জেরে মধ্যবিত্তের ভাঁড়ারেও পড়ছে টান ৷