মধ্যপ্রদেশের সিটি বেঙ্গলি ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা। সেখান থেকেই জেপি নাড্ডা আরও বলেন, ‘‘নেতাজি সুভাষ চন্দ্র বসু ও জসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যারা দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের কথা স্মরণ করার পাশাপাশি, জনগণকে এটাও মনে রাখতে হবে যে বাংলাকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।’’
advertisement
মধ্যপ্রদেশে দাঁড়িয়ে বক্তব্যের মাধ্যমেই এক প্রকার পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক জেপি নাড্ডার। বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। জোর কদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। আর এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে নাড্ডা বললেন, “যে বাংলা দেশকে নেতৃত্ব দিয়েছে, সেই বাংলা আজ বিপদের মুখে দাঁড়িয়ে। বাংলায় পরিবর্তন দরকার।” নিজেকে বাংলার জামাইবাবু বলে উল্লেখ করে তিনি আরও বলেন, “মধ্যপ্রদেশে বাঙালিরা বাংলার থেকে বেশি সুরক্ষিত রয়েছেন। এর অর্থ বাংলায় বাঙালিরা সুরক্ষিত নন।”
এদিকে আজ, রবিবার ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। দেশ জুড়ে এই দিনটি পালন করছে নির্বাচন কমিশন। নির্বাচন, নতুন ভোটার তালিকা এবং ভোটার তালিকা সংশোধন উপলক্ষে এই দিনটি পালন করে কমিশন। সামনেই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। এই অবস্থায় কমিশন আজ কী জানায় সে দিকে নজর থাকবে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরও দিনটি পালন করছে। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। সেখানে উপস্থিত থাকবেন সিইও মনোজকুমার আগরওয়াল, রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এ ছাড়া উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। ওই অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
