TRENDING:

রাজধানীতে মাঝরাতের বিভীষিকা! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মহিলা সাংবাদিককে লক্ষ্য করে পরপর চলল গুলি

Last Updated:

গুরুতর আহত অবস্থায় মিতালিকে ভর্তি করা হয় ধরমশালা হাসপাতালে ৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বিপন্ম‌ুক্ত মিতালি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের সাংবাদিক হত্যার চেষ্টা ৷ এবার খোদ রাজধানীর বুকে ৷ শনিবার মাঝরাতের ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির বসুন্ধরা এসক্লেভের সামনে ৷ সূত্রের খবর, সেই সময় নয়ডার বাসিন্দা মিতালি চান্দোলা নামের ওই মহিলা সাংবাদিক নিজের হুন্ডাই আই২০ চালিয়ে বাড়ি ফিরছিলেন ৷ হঠাৎই সামনে এসে মিলালির গাড়ির পথরোধ করে একটি মারুতি সুইফ্ট ডিজায়ার ৷ মিতালিকে লক্ষ্য করে পরপর দু’টি গুলি ছোঁড়ে মুকুশধারী দুষ্কৃতিরা ৷ গুলি এসে লাগে মিতালির হাতে ৷ পচা ডিমও ছুঁড়ে মারে অজ্ঞাত পরিচয় ওই অপরাধীরা ৷
advertisement

গুরুতর আহত অবস্থায় মিতালিকে ভর্তি করা হয় ধরমশালা হাসপাতালে ৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বিপন্ম‌ুক্ত মিতালি ৷

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে মিতালি স্বীকার করেছেন, পারিবারিক অশান্তিতে জর্জরিত ছিলেন তিনি ৷ তাহলে কী এই হামলা পারিবারিক অশান্তির কারণেই? উত্তর জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ ৷ পাশাপাশি, দুষ্কৃতিদের খুঁজে বের করতে তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এভাবেই ২০০৮-এ রাত সাড়ে তিনটে নাগাদ দুষ্কৃতী হামলায় নিহত হয়েছিলেন ২৬ বছরের সাংবদিক সৌম্য বিশ্বনাথন । মিতালির মতোই তিনিও দিল্লি দক্ষিণের বসন্তকুঞ্জ দিয়ে সেসময় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন।

বাংলা খবর/ খবর/দেশ/
রাজধানীতে মাঝরাতের বিভীষিকা! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মহিলা সাংবাদিককে লক্ষ্য করে পরপর চলল গুলি