জেএনইউ-এর আন্দোলনকারীদের ছাত্র-ছাত্রীদের আম্বেডকর ভবনের কাছে আটকে দেয় পুলিশ৷ পরে তাঁদের আটক করে৷ বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের দাবি ছিল, গত ৫ জানুয়ারি ক্যাম্পাসে হিংসা রুখতে ব্যর্থতার দায় নিয়ে জেএনইউ-এর উপাচার্য এম জগদীশ কুমারকে পদত্যাগ করতে হবে৷
আটক হওয়া ছাত্র-ছাত্রীদের মন্দিরমার্গ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়৷ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে৷ মার্চ চলাকালীন এক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে খবর৷ পুলিশ মাইকে বারবার ঘোষণা করে শান্তি বজায় রাখার আহ্বান জানাতে থাকে৷
advertisement
ছাত্র সংগঠনের অভিযোগ, কোনও মহিলা পুলিশ পুলিশ ছিল না৷ পুরুষ পুলিশরাই ছাত্রীদের গায়ে হাত দিয়ে আটক করে৷ এর জন্য দিল্লি পুলিশের জবাবদিহি দাবি করেছে ছাত্র সংগঠন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2020 8:21 PM IST