TRENDING:

রাষ্ট্রপতি ভবনের দিকে মার্চ করছিলেন JNU পড়ুয়ারা, আটক করল দিল্লি পুলিশ

Last Updated:

আটক হওয়া ছাত্র-ছাত্রীদের মন্দিরমার্গ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়৷ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ক্যাম্পাসে হিংসার বিরুদ্ধে প্রতিবাদে রাষ্ট্রপতি ভবনের দিকে মার্চ করছিলেন ঐশী ঘোষের নেতৃত্বে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা৷ রাষ্ট্রপতি ভবনে অনেক আগেই ওই ছাত্র-ছাত্রীদের আটক করল পুলিশ৷
advertisement

জেএনইউ-এর আন্দোলনকারীদের ছাত্র-ছাত্রীদের আম্বেডকর ভবনের কাছে আটকে দেয় পুলিশ৷ পরে তাঁদের আটক করে৷ বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের দাবি ছিল, গত ৫ জানুয়ারি ক্যাম্পাসে হিংসা রুখতে ব্যর্থতার দায় নিয়ে জেএনইউ-এর উপাচার্য এম জগদীশ কুমারকে পদত্যাগ করতে হবে৷

আটক হওয়া ছাত্র-ছাত্রীদের মন্দিরমার্গ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়৷ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে৷ মার্চ চলাকালীন এক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে খবর৷ পুলিশ মাইকে বারবার ঘোষণা করে শান্তি বজায় রাখার আহ্বান জানাতে থাকে৷

advertisement

ছাত্র সংগঠনের অভিযোগ, কোনও মহিলা পুলিশ পুলিশ ছিল না৷ পুরুষ পুলিশরাই ছাত্রীদের গায়ে হাত দিয়ে আটক করে৷ এর জন্য দিল্লি পুলিশের জবাবদিহি দাবি করেছে ছাত্র সংগঠন৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
রাষ্ট্রপতি ভবনের দিকে মার্চ করছিলেন JNU পড়ুয়ারা, আটক করল দিল্লি পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল