TRENDING:

সীমান্তে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের ! মৃত্যু হেড কনস্টেবলের

Last Updated:

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ফের গুলি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানি সেনার বিরুদ্ধে। গুলিবর্ষণের জেরে শহিদ হলেন এক ভারতীয় জওয়ান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: দেশে যেমন নোট সমস্যা মিটছে না ৷ তেমনি সীমান্তে ভারত-পাকিস্তান দু’দেশের গোলাগুলি চলাও অব্যাহত ৷ ফের সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ৷ কাশ্মীরের রাজৌরি সেক্টরে সোমবার পাক সেনাদের গুলিবর্ষণে শহিদ হলেন বিএসএফ-এর হেড কনস্টেবল রাজ সিং ৷
advertisement

ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকেই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুঁড়ছে পাকিস্তানি সেনারা ৷ ভারতও তার জবাব দিচ্ছে ৷ রবিবার রাতে পাক সেনাদের মর্টার ও গুলিতে আহত হন চার জওয়ান ৷ এদিন ভোরে শহিদ হন হেড কনস্টেবল রাজ সিং ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

উরি হামলার পর সীমান্তের ওপারে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনার পর প্রায় দেড় মাস কেটে গেলেও সীমান্তের পরিস্থিতির কোনও উন্নতি হয়নি ৷ বরং অবনতিই হয়েছে ৷ এর মধ্যে পাকিস্তান প্রায় ২৮৬ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ৷ দিন দু’য়েক আগেও রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন নৌসেরা ও সুন্দরবানী এলাকার ভারতীয় সেনা পোস্ট ও সাধারণ মানুষের জনবসতি লক্ষ্য করে মর্টার ও গুলি ছোঁড়ে পাকিস্তানি সেনা। এর ফলে এক মহিলা ও এক বিএসএফ জওয়ান আহত হন। দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এর ফলে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সীমান্তে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের ! মৃত্যু হেড কনস্টেবলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল