TRENDING:

জিও -র সঙ্গী স্যামসং,এবার 5G-র হাত ধরে আরও ডিজিটাল হওয়ার পথে ভারত

Last Updated:

জিও ও স্যামসাং নিজেদের 5G ও LTE -র কম্বো দেখাল IMC 2019 দেখানো হল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জিও ও স্যামসাং নিজেদের  5G ও LTE -র কম্বো দেখাল IMC 2019 দেখানো হল ৷ এই দুই সংস্থা নিজেরা যে একে অপরের সঙ্গে এগিয়ে চলেছিল সেই পথে আরও এগিয়ে যাচ্ছে ৷ রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এবং স্যামসং ইলেট্রনিক্স নিয়ে এল নেক্সট জেনারেশন টেকনোলজি ৷ ২০১৯ মোবাইল কংগ্রেস যা সারা ভারত তথা দক্ষিণ এশিয়ার সেরা টেকনোলজি ইভেন্টের অন্যতম ৷ ১৪ থেকে ১৬ তারিখ অবধি এই মোবাইল কংগ্রেস চলছে ৷ স্যামসঙের সঙ্গে পার্টনারশিপে জিও পৃথিবীর সবচেয়ে বড় গ্রিনফিল্ড এবং সব আইপি বেসড 4G LTE network ৷ যা মোট ৩৪০ মিলিয়ন  LTE  উপভোক্তাকে পরিষেবা দেওয়া হয় এদের পক্ষ থেকে অগাস্ট ২০১৯ এর হিসেবে দেওয়া হল ৷ নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হতে চলেছে 5G NSA মোডে ৷ উন্নত প্রযুক্তির 4G LTE এবং  5G টেকনোলজি কম্বিনেশনে ডুয়াল কানেকটেড মোডে এই কাজ হবে ৷
advertisement

এতে দেখা যাচ্ছে নতুন প্রযুক্তি কেমনভাবে আধুনিক প্রযুক্তি গ্রাহকদের, এন্টারপ্রাইজ ও সমাজকে উন্নত পরিষেবা দেবে ৷ ‘ যে অভাবনীয় ডেটা -র বৃদ্ধি ও মোবাইল ও ইন্টারনেটে পরিষেবার যে বিপ্লব Jio নিয়ে এসেছে তা একদম মূল থেকে ভারতীয়দের জীবন বদলে গেছে  ৷’Reliance Jio Infocomm Ltd -র পক্ষ থেকে জানিয়েছে প্রেসিডেন্ট ম্যাথিউ ওমেন ৷‘আমরা জিও আমরা আমাদের কো পার্টনার Samsung-র সঙ্গে ভারতকে টেকনোলজিক্যাল গ্রোথে সাহায্য করছি ৷ সমস্ত 4G এবং সমস্ত আইপি পরিষেবা , এন্ড টু এন্ড ফাইবার 5G এবং  IoT ইকোসিস্টেম নিয়ে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তির প্ল্যাটফর্মের দিকে ৷ ’

advertisement

এই ডিজিটাল প্ল্যাটফর্মের সবমস্ত ভারতীয়কে স্বপ্ন দেখাচ্ছে আমাদের ব্যবসা এবং সামনে আসতে থাকা ডিজিটাল সমাজ যে একেবারে ফান্ডামেন্টাল ডিজিটাল অর্থনীতি এগিয়ে যাওয়ার দিকে ৷ যা ভারতকে ডিজিটাল স্বাধীনতা দেবে ৷

তাদের এই পদক্ষেপ 5G যুগের সূচনা করবে আশাবাদী  Samsung Electronics-র বিজনেস হেড  পল কিংহুন চিয়ুন ৷ তিনি আরও জানিয়েছেন স্যামসং জিও -র সঙ্গে নেক্সট জেনারেশন ইনোভেশন পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর ৷ যা ৫ জি ডিজিটাল করে ভারতকে ডিজিটাল ভারত হওয়ার দিকে এগিয়ে দেবে ৷ স্যামসং নেটওয়ার্কের ৫ জি পোর্টফোলিওতে থাকবে ৩.৫ GHz  সলিউশান  থাকবে ৷ যাতে ম্যাসিভ MIMO Unit , যেটা ২৮ GHz অ্যাকসেস ইউনিট ও সিপিই ডিভাইস থাকবে ৷ এতে ভার্চুয়াল রেডিও অ্যাকসেস দেবে ৷ এর ডেমোনস্ট্রেশনে ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল লেকচার জিও-র রিলায়েন্স কর্পোরেট পার্ক মুম্বইয়ে রয়েছে ৷ Galaxy S10 5G ফোনে এই পরিষেবা নিয়ে আসছে স্যামসাং ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জিও -র সঙ্গী স্যামসং,এবার 5G-র হাত ধরে আরও ডিজিটাল হওয়ার পথে ভারত