ট্যুইটে জিগনেশ লিখলেন, ‘নস্ট্রাদামুস গণনা করে বলেছিলেন, একবিংশ শতকে বিশ্বের সেরা অভিনেতার পুরস্কার জিতবে ভারত ৷’
তবে শুধুই ট্যুইট করে ক্ষান্ত হননি জিগনেশ, ট্যুইটের সঙ্গে পোস্ট করেছেন নরেন্দ্র মোদির বেশ কয়েকটি বক্তৃতার ভিডিও ৷
দলিত বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র। আজ দলিত সংগঠনের ডাকে বনধ চলছে। থমথমে মুম্বই, পুনেসহ রামাবাঈ কলোনি। কড়া নিরাপত্তা ঘাটকোপার, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে। থানেতে ট্রেন আটকানোর চেষ্টা বনধ সমর্থকদের ৷ রেল পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। কোলাপুরে বেসরকারি বাস ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। অশান্তি এড়াতে থানেতে ১৪৪ ধারা জারি রয়েছে।
advertisement
দলিত বিক্ষোভের আঁচ পড়েছে মুম্বইতেও। বন্ধ সমস্ত স্কুল। ডাব্বাওয়ালাদের পরিষেবা বন্ধ। ঝুঁকি নিয়ে বাস চালাতে নারাজ মুম্বই স্কুল বাস ওনার্স অ্যাসোসিয়েশন। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই বাস না চালানোর সিদ্ধান্ত স্কুল বাস মালিক সংগঠনের। পরিস্থিতির যাতে আরও অবনতি না ঘটে তার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা ৷ কর্নাটক-মহারাষ্ট্র আন্তঃ রাজ্য বাস চলাচল বন্ধ ৷ মুম্বইয়ে বন্ধ অটো চলাচলও ৷ বন্ধ করে দেওয়া হল মেট্রো পরিষেবাও ৷