অন্যদিকে ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনে লড়াই৷ সরকার গড়ার জন্য ঝাড়খণ্ডে চাই ৪১টি আসন৷ বুথ ফেরত সমীক্ষায় অবশ্য ঝাড়খণ্ডে বিজেপি জোটকেই এগিয়ে রেখেছে৷ তবে কয়েকদিন আগে হরিয়ানার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষার ফলকে ভুল প্রমাণিত করে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে। এরপর ইভিএমে দেওয়া ভোট গণনা করা হবে। গণনাস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
ঝাড়খণ্ডের ৮১ আসনের মধ্যে ৪৩টিতে ভোট হয়েছিল প্রথম দফায়। গত ১৩ নভেম্বর এই প্রথম দফার ভোট হয়। বাকি ৩৮ টি আসনে ভোট গ্রহণ হয়েছে দ্বিতীয় দফায়, ২০ নভেম্বর। প্রসঙ্গত, ঝাড়খণ্ডে সম্মানের লড়াই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়েছেন তিনি৷ ক্ষমতা ধরে রাখাটা তাই হেমন্ত সোরেনের কাছে সম্মানের লড়াই৷ যদিও বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রেখেছে বিজেপি জোটকে৷