আরও পড়ুনঃ রোজ একটা করে মুসাম্বি! তরতর করে কমবে ওজন, বাড়বে হজমশক্তি! জানুন খাওয়ার সঠিক নিয়ম
আগামীদিনে বিজেপি বিরোধীতায় অভিন্ন কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে এই মঞ্চ।জোটে থাকলেও, কংগ্রেসের আচরণ নিয়ে প্রশ্ন আছে জোটের অন্দরেই।তাই শপথ মঞ্চে ঐক্যের ছবি তুলে ধরতে চায় সকলে। শপথ অনুষ্ঠানে প্রায় ৪০ হাজার জমায়েতের টার্গেট। রাঁচির একাধিক প্রান্তে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। মোড়ে মোড়ে জোটের নেতাদের ছবি দিয়ে তৈরি হয়েছে তোরণ।
advertisement
আরও পড়ুনঃ ঝাড়খণ্ডে ‘বিপুল’ জয় ‘ইন্ডিয়া’-র! হেমন্তের শপথে আজ এক মঞ্চে মমতা-রাহুল
ঝাড়খণ্ডে ‘বিপুল’ জয় পেয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল (লিবারেশন)-এর জোট পেয়েছে ৫৬টি আসন। আর বিজেপি, আজসু, জেডিইউ আর এলজেপি(আর)-এর জোট পেয়েছে ২৪ আসনে। তারপরেই শুরু হয়েছে সরকার গঠনের প্রস্তুতি।