TRENDING:

Jharkhand Assembly Election: বিধানসভা ভোটের আগে বড় বদল ঝাড়খণ্ডে! বিজেপি-তে যোগ দিচ্ছেন চম্পাই সোরেন? আরও ৫ বিধায়ক কোথায়?

Last Updated:

কিন্তু, হেমন্ত সোরেনের মুক্তির পরেই রাতারাতি কুর্সি ফিরে যায় শিবু সোরেনের ছেলের কাছে৷ একেবারেই চুপিসারে কোনও সাড়াশব্দ না করে সরিয়ে ফেলা হয় চম্পাইকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: হেমন্ত সোরেন জেল থেকে ফিরতেই তাঁকে সরে যেতে হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে৷ ফের প্রতিষ্ঠিত হয়েছিল ‘পরিবারতন্ত্র’! তাই কি এবার গোঁসা করে বিরোধী বিজেপি-তেই নাম লেখাতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ, জেএমএম নেতা চম্পাই সোরেন? জোর জল্পনা৷
advertisement

ঝাড়খণ্ড রাজনীতির অন্দরে জোর চর্চা, বিধানসভা নির্বাচনের আগে রবিবার চম্পাই নিজে আর তাঁর দলের ৫ বিধায়ককে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছেন৷ ইতিমধ্যেই নাকি সকাল সকাল বিমানে করে দিল্লি পৌঁছে গিয়েছেন চম্পাই৷ আর বাকি ৫ বিধায়কের সঙ্গে নাকি ফোনে যোগাযোগ করা যাচ্ছে না৷ তাঁরা কোথায়, জানা নেই কারও৷

advertisement

আরও পড়ুন: আর জি কর নিয়ে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখরের! সমর্থন সুকান্তর…পাল্টা মন্তব্য কুণালের

জমি কেলেঙ্কারির অভিযোগে প্রথমে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা এবং পরে ইডি-র হাতে হেমন্ত সোরেনের গ্রেফতারি হওয়ার পরে জেএমএম-র সর্বোচ্চ নেতার পদে আসীন হয়েছিলেন চম্পাই সোরেন৷ পাঁচ মাস মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন যোগ্যতার সঙ্গেই৷

কিন্তু, গত ২৮ জুন হেমন্ত সোরেনের মুক্তির পরেই রাতারাতি কুর্সি ফিরে যায় শিবু সোরেনের ছেলের কাছে৷ একেবারে চুপিসারে কোনও সাড়াশব্দ না করে সরিয়ে ফেলা হয় চম্পাইকে৷

advertisement

দলের একাংশের দাবি, এই বিষয়টি নিয়েই মনে ক্ষোভ সৃষ্টি হয়েছিল ওই প্রবীণ জেএমএম নেতার৷

গত শনিবার চম্পাই সোরেন কলকাতার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেছেন বলে সূত্রের খবর৷

বিক্ষুব্ধ তথা প্রাক্তন জেএমএম বিধয়ক লোবিন হেম্ব্রমের দাবি, বেশ কয়েকদিন ধরেই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন চম্পাই৷ শুধু চম্পাই নন, সূত্রের খবর, হেম্ব্রম, ঝাড়খণ্ডের বর্তমান মন্ত্রী বাদল পত্রলেখও দিল্লিতে বিজেপি-তে যোগদান করছেন৷

advertisement

আরও পড়ুন: ৫ মাসের জেল! অবশেষে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরলেন হেমন্ত সোরেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও শনিবার এই সমস্ত কিছুকেই গুজব বলে উল্লেখ করেছেন চম্পাই নিজে৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমি এই সব গুজব সম্পর্কে কিছু জানি না৷ কী রটছে আমি জানি না৷ তাই সেটা সত্যি না মিথ্যে বলতে পারব না৷ আমি এব্যাপারে কিছু জানি না৷ আমি যেখানে ছিলাম, সেখানেই আছি৷’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Assembly Election: বিধানসভা ভোটের আগে বড় বদল ঝাড়খণ্ডে! বিজেপি-তে যোগ দিচ্ছেন চম্পাই সোরেন? আরও ৫ বিধায়ক কোথায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল