TRENDING:

Jet Airways Test Flight: বড় সুখবর, ফের আকাশে ডানা মেলে উড়বে জেট এয়ারওয়েজ-এর বিমান!

Last Updated:

Jet Airways Test Flight: নগদ সঙ্কট কেটেছে। ফের আকাশে উড়বে জেট এয়ারওয়েজ-এর বিমান!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: তিন বছরের অপেক্ষার অবসান। ফের আকাশে ডানা মেলতে চলেছে জেট এয়ারওয়েজ (Jet Airways)! বৃহস্পতিবারই পরীক্ষামূলক উড়ান (Test flight) সফল হয়েছে। প্রসঙ্গত সেদিনই ছিল জেট এয়ারওয়েজের ২৯-তম জন্মদিনও। তবে এখনও অনেকটা পথ চলা বাকি!
advertisement

বিমান সংস্থা সূত্রে খবর, বিগত তিন বছর ধরে নগদ সঙ্কট এবং ঋণের বোঝার কারণে বন্ধ ছিল জেট এয়ারওয়েজের পরিষেবা। সেই সঙ্কট কাটিয়ে ফের উড়ল জেট এয়ারওয়েজের বিমান, তবে তা পরীক্ষামূলক ভাবেই।

বৃহস্পতিবার হায়দরাবাদ বিমানবন্দর থেকে উড়েছিল জেট এয়ারওয়েজের বিমান। ৯০ মিনিটের পরীক্ষামূলক উড়ানের পর তা সফল ভাবে অবতরণ করেছিল।'

আরও পড়ুন- সাত সকালেই জামশেদপুরের টাটা স্টিল কারখানায় বিস্ফোরণ, আহত দুই শ্রমিক

advertisement

ওই একই দিনে পরের দিকে আবার বোয়িং ৭৩৭-৮০০ উড়ানটি (Boeing 737-800 aircraft) হায়দরাবাদ থেকে দিল্লি উড়ে গিয়েছিল। সেখানেও সফল ভাবে অবতরণ করার পর উড়ান এবং উচ্ছ্বসিত কর্মীদের ছবিও শেয়ার করা হয়েছিল। আর তাই আগামী দিনে উড়ান চালু করার পরিকল্পনা নিয়ে বেশ আশাবাদীই বিমান সংস্থা।

চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ বাণিজ্যিক ভাবে জেট এয়ারওয়েজের বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

advertisement

জেট এয়ারওয়েজের তরফে বৃহস্পতিবার ট্যুইট করে জানানো হয়েছে যে, “আজ ৫ মে, আমাদের ২৯-তম জন্মদিন। জেট এয়ারওয়েজ আবার উড়তে শুরু করল। আমাদের সকলের জন্য আজ একটা আবেগঘন দিন। আর আজকের দিনটার জন্যই আমরা এত দিন অপেক্ষা করার পাশাপাশি নিজেদের কাজ এবং প্রার্থনা চালিয়ে গিয়েছিলাম। শুধু আমরাই নয়, এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন আমাদের বিশ্বস্ত যাত্রীরাও!”

advertisement

ওই বিমান সংস্থা আরও জানিয়েছে যে, এটা শুধুমাত্র একটা পরীক্ষামূলক উড়ান ছিল। পরবর্তীতে আরও পরীক্ষা দিয়ে পেতে হবে এয়ার অপারেটর সার্টিফিকেশন (AOC)।

বৃহস্পতিবার গভীর রাতের দিকে আরও একটি ট্যুইট করে জেট এয়ারওয়েজ। তাতে বলা হয়, “এটা স্পষ্ট করে দেওয়া ভালো যে, আজ জেট এয়ারওয়েজ হায়দরাবাদ থেকে একটি পরীক্ষামূলক উড়ান পরিচালনা করেছিল। এর পর একটা পজিশনিং ফেরি ফ্লাইট দিল্লিতে পাঠানো হয়েছিল। যদিও এই উড়ানগুলি কিন্তু এখনও পর্যন্ত ছাড়পত্র পাওয়ার শেষ ধাপে পৌঁছয়নি।

advertisement

আগামী দিনে আমরা তা করতে পারব বলে আশাবাদী। ওড়ার ছাড়পত্র পাওয়ার শেষ ধাপ যুগ্মভাবে নির্ধারণ করবে ডিজিসিএ।”

দেখে নেওয়া যাক, জেট এয়ারওয়েজের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, আগামী দিনে কার্য পরিচালনার জন্য ইতিমধ্যেই প্রায় ২০০ জন কর্মী নিয়োগ করেছে জেট এয়ারওয়েজ।

আরও পড়ুন- পালিয়ে বিয়ে করে আতঙ্কে কাটছে দিন; ভিডিওতে পুলিশের কাছে সাহায্যের আর্তি দম্পতির

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিক ভাগে বাণিজ্যিক ভাবে চালু হতে পারে উড়ান।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Jet Airways Test Flight: বড় সুখবর, ফের আকাশে ডানা মেলে উড়বে জেট এয়ারওয়েজ-এর বিমান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল