TRENDING:

Jaya Bachchan: ‘তাহলে নিজের নামটা বদলে ফেলুন’, উপরাষ্ট্রপতি ধনখড়ের পরামর্শে বেজায় চটলেন জয়া বচ্চন; নাম বিতর্ক নিয়ে তারপর যা বললেন…

Last Updated:

আসলে রাজ্যসভায় সম্প্রতি ‘জয়া অমিভাভ বচ্চন’ বলেই নিজের পরিচয় দিয়েছেন তিনি। আর এতেই রীতিমতো হাসিতে ফেটে পড়েন রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লিঃ দিন কয়েক আগেই রাজ্যসভায় ‘জয়া অমিতাভ বচ্চন’ নাম ডাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। রীতিমতো রেগে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। অথচ তার দিন কয়েকের মধ্যেই বদলে গেল চিত্রটা। আসলে রাজ্যসভায় সম্প্রতি ‘জয়া অমিভাভ বচ্চন’ বলেই নিজের পরিচয় দিয়েছেন তিনি। আর এতেই রীতিমতো হাসিতে ফেটে পড়েন রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়।
ধনখড়ের পরামর্শে বেজায় চটলেন জয়া বচ্চন
ধনখড়ের পরামর্শে বেজায় চটলেন জয়া বচ্চন
advertisement

আরও পড়ুনঃ সাময়িক ভাবে চালু হলেও ফের বন্ধ বিমান পরিষেবা! ভারত থেকে বাংলাদেশে ফ্লাইট চালাবে না কোন ২ সংস্থা?

এদিকে সোমবার ফের জয়া বচ্চনের পুরো নাম ধরে ডাকেন চেয়ারপার্সন। আর এতেই তীব্র আপত্তি প্রকাশ করেন জয়া। এমনকী তাঁর কাছ থেকে এই কাজের ব্যাখ্যাও চেয়েছেন অভিনেত্রী। এএনআই-এর শেয়ার করা ভিডিও-তে জয়াকে বলতে শোনা যায়, “সংসদ ভবনে ‘নতুন নাটক’ শুরু হয়েছে।”

advertisement

এরপরেই উপরাষ্ট্রপতি ধনখড় ব্যাখ্যা করে বলেন যে, নির্বাচন শংসাপত্রে নাম পরিবর্তন করার উপায় রয়েছে কিন্তু। তাঁর কথায়, “নির্বাচন শংসাপত্রে যে নাম থাকে আর যে নাম এখানে দাখিল করা হয়, এই দুটোর মধ্যে পরিবর্তন আনা যায়। তেমনই এক প্রক্রিয়া রয়েছে। ১৯৮৯ সালে আমি নিজেই সেই প্রক্রিয়ার সুবিধা নিয়েছি।”

advertisement

এর জবাবে জয়া বচ্চন বলেন, “না স্যার। আমি খুবই গর্বিত। আমি আমার নামের জন্য অত্যন্ত গর্ববোধ করি। এমনকী আমার স্বামী এবং তাঁর কৃতিত্বের জন্যও গর্বিত আমি। এই উল্লেখযোগ্য বিষয়টি কখনওই মুছে ফেলা যাবে না। তাই চিন্তা করবেন না। এই নাটক আপনারা শুরু করেছেন – এমনটা আগে কিন্তু ছিল না।”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত গত সপ্তাহেই রাজ্যসভায় উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং যখন জয়াকে ‘শ্রীমতী জয়া অমিতাভ বচ্চন’ বলে সম্বোধন করেন, তখনই তীব্র আপত্তি জানান অভিনেত্রী। তিনি মনে করিয়ে দেন যে, তাঁর পরিচয় স্বাধীন। হরিবংশ তাঁকে নিজের বক্তব্য রাখার জন্য নির্দেশ দিলে জয়া বলেন, “স্যার, শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট হত।” এরপর জয়াকে বলা হয় যে, তাঁর এই নামটাই অফিসিয়াল ভাবে রেজিস্টার্ড রয়েছে। আর এটা শোনার পরে এই বিষয়টির তীব্র সমালোচনা করেছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির নেত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jaya Bachchan: ‘তাহলে নিজের নামটা বদলে ফেলুন’, উপরাষ্ট্রপতি ধনখড়ের পরামর্শে বেজায় চটলেন জয়া বচ্চন; নাম বিতর্ক নিয়ে তারপর যা বললেন…
Open in App
হোম
খবর
ফটো
লোকাল