হিন্দি ভাষার পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেল শাহরুখের ‘জওয়ান’। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন তামিল পরিচালক অ্যাটলি। রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে রয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোান। অ্যাকশনে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’-এর থেকেও বহু ধাপ এগিয়ে ‘জওয়ান’ । JAW
advertisement
শাহরুখকে ছাপিয়ে গেলেন শাহরুখ নিজেই। ‘পাঠান’কে মাত করে মুক্তির প্রথম দিনেই নতুন রেকর্ড গড়বে ‘জওয়ান’। বক্স অফিসের সমস্ত রেকর্ড তছনছ করে মুক্তির প্রথম দিনেই হিন্দি ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করতে চলেছে ‘জওয়ান’। ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি টাকা। আজ বিকেল ৫ টার মধ্যেই প্রায় ৬৭ কোটি আয় করে ফেলেছে ‘জওয়ান’৷ ‘জওয়ান’-এর কালেকশন দেখে সিনেমাবিদদের ধারণা, এই ছবির প্রথম দিনের আয় হতে চলেছে প্রায় ৭৩ কোটি টাকা।