TRENDING:

Javed Akhtar Shabana Azmi : ‘চব্বিশে পরিবর্তন আসবেই’, জাভেদ আখতার শাবানা আজমিরও ভরসা ছকভাঙা মমতাতেই!

Last Updated:

Javed Akhtar Shabana Azmi : 'সন্দেহের কোনও অবকাশ নেই। চব্বিশেই দেশে পরিবর্তন আসবে।' এদিন মমতার সঙ্গে সাক্ষাতের পর এমনই প্রত্যয়ী সুর শোনা গিয়েছে জাভেদ আখতারের (Javed Akhtar) গলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাজনৈতিক পরিসর পেরিয়ে এবার দেশের সংস্কৃতি জগতে বিচরণ মমতার (Mamata Banerjee)! বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করলেন বলিউডের কিংবদন্তি গীতিকার জাভেদ(Javed Akhtar) আখতার এবং খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমি(Shabana Azmi)। ২০২৪-এ দেশে পরিবর্তন আসবেই, মমতার সঙ্গে সাক্ষাতের পর দৃঢ়প্রত্যয়ী মোদি বিরোধী হিসাবে খ্যাত দম্পতি।
advertisement

"সন্দেহের কোনও অবকাশ নেই। চব্বিশেই দেশে পরিবর্তন আসবে।" এদিন মমতার সঙ্গে সাক্ষাতের পর এমনই প্রত্যয়ী সুর শোনা গিয়েছে জাভেদ আখতারের (Javed Akhtar) গলায়। মমতার নেতৃত্বেই কি ২০২৪-এ কেন্দ্রে পরিবর্তন আসবে? এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতারের বক্তব্য, "বাংলা চিরকালই পরিবর্তনের কান্ডারী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পরিবর্তন এনেছেন। এবার গোটা দেশেও পরিবর্তন চাই। পরিবর্তনের নেতৃত্ব কে দেবেন সেটা পরের বিষয়, কিন্তু আগে ঠিক করতে হবে কী রকম পরিবর্তন আমরা পেতে চাই।"

advertisement

জাভেদ আখতারের কথায় হাততালি দিয়ে সায় দেন শাবানা আজমি। মমতার সঙ্গে জাভেদ-শাবানার সম্পর্ক দীর্ঘদিনের। শাবানার প্রয়াত পিতা উর্দুকবি কাইফি আজমির জন্মশতবর্ষে কলকাতায় একটি অনুষ্ঠানও করার কথা হয়েছে। ডিএমকে নেত্রী সংসদ সদস্য কানিমোজিও মমতার বাড়িতে এসে বৈঠক করে যান।

দিল্লি সফরে গত কয়েক দিনে বেশ কয়েকজন হেভিওয়েটের সঙ্গে দেখা করেছেন মমতা। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করির সঙ্গে প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বৈঠক এবং সর্বোপরি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর পর এদিন মমতার সঙ্গে দেখা করেছেন বলিউডের ‘পাওয়ার কাপল’ জাভেদ এবং শাবানা। এই দুই সেলিব্রিটি BJP-RSS মতাদর্শের ঘোষিত বিরোধী। CAA বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দুজনেই। তাৎপর্যপূর্ণভাবে এদিন জাভেদ-শাবানার (Shabana Azmi) আগে মমতার সঙ্গে দেখা করেছেন ডিএমকে নেত্রী কানিমোঝিও। বাংলায় জয়ের জন্য মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কথা হয়েছে বিরোধী ঐক্য নিয়েও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বড়দিনের আগে ঝপাঝপ বেক হচ্ছে কেক, কিন্তু পাহাড় থেকে অর্ডার হাতেগোনা! মন্দার আশঙ্কা
আরও দেখুন

২০২৪ এর ভারতের লোকসভা ভোটকে সামনে রেখে দিল্লিতে বিজেপি বিরোধী জোট গঠনে জোর চেষ্টা চালাচ্ছেন তৃণমুল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তবে মোদি বিরোধী জোট গঠন করতে শুধু রাজনীতিবিদ নন, একই অঙ্গনে বলিউড কর্মীদেরকেও সামিল করতে তৎপর তৃণমূল সুপ্রিমো। সেই লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ জুলাই) গীতিকার জাভেদ আখতার ও তার স্ত্রী, অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে সাক্ষাৎ করেছেন মমতা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Javed Akhtar Shabana Azmi : ‘চব্বিশে পরিবর্তন আসবেই’, জাভেদ আখতার শাবানা আজমিরও ভরসা ছকভাঙা মমতাতেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল