TRENDING:

বিহারের জামুইয়ে লাইনচ্যুত মালগাড়ি, নদীতে পড়ল বেশ কিছু কামরা! ট্রেন চলাচলে বিঘ্ন

Last Updated:

জামুই জেলার সিমুলতলা সংলগ্ন তেলওয়া হল্টে সিমেন্ট বোঝাই মালগাড়ির ১৯টি ওয়াগন লাইনচ্যুত, ১০টি নদীতে পড়ে। হাওড়া-দিল্লি লাইনে রেল চলাচল বন্ধ, হতাহতের খবর নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একটি মালগাড়ির অন্তত ১৯টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে ১০টি ওয়াগন সেতু থেকে নীচে নদীতে পড়ে যায়। এই ঘটনায় রেল চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। বিহারের জামুই জেলায় এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায়। যদিও স্বস্তির বিষয়, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
News18
News18
advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে জামুই জেলার সিমুলতলা সংলগ্ন তেলওয়া হল্টের কাছে বারুয়া নদীর উপর থাকা সেতুতে এই দুর্ঘটনা ঘটে। জসিডিহ–ঝাঝা রেলপথে চলাচলকারী সিমেন্ট বোঝাই একটি মালগাড়ি আচমকাই লাইনচ্যুত হয়। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ, সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বিকট শব্দে একের পর এক ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনাস্থলটি জসিডিহ–ঝাঝা মূল রেললাইনের ব্রিজ নম্বর ৬৭৬ এবং খুঁটি নম্বর ৩৪৪/১৮-এর কাছে, যা আসানসোল রেল ডিভিশনের অধীনে পড়ে।

advertisement

জামুই দুর্ঘটনায় বিপর্যস্ত রেল পরিষেবা! হাওড়া-দিল্লি মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ, ঘুরপথে কী কী ট্রেন চালানো হবে?

দুর্ঘটনায় সেতুর উপর থাকা বেশ কয়েকটি ওয়াগন উল্টে যায় এবং অন্তত ১০টি ওয়াগন সেতু থেকে সরাসরি নীচে নদীতে পড়ে। মালগাড়িতে বিপুল পরিমাণ সিমেন্ট বোঝাই ছিল। ওয়াগনগুলি উল্টে যাওয়ায় সিমেন্টের বস্তা ছড়িয়ে পড়ে সেতু ও আশপাশের এলাকায়। রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেয়ারা মাখা, ঝালমুড়ি মাখা অতীত! এবার বাজার কাঁপাচ্ছে রসগোল্লা মাখা, কেক মাখা!
আরও দেখুন

এই দুর্ঘটনার জেরে আপ ও ডাউন—দু’দিকের রেল চলাচলই বন্ধ হয়ে যায়। কিউল–জসিডিহ শাখায় চলাচলকারী একাধিক যাত্রী ও মালগাড়ি বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, আরপিএফ ও রেলের প্রযুক্তি বিভাগের আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখা শুরু হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিহারের জামুইয়ে লাইনচ্যুত মালগাড়ি, নদীতে পড়ল বেশ কিছু কামরা! ট্রেন চলাচলে বিঘ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল