সেনা জওয়ানকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল রেল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জম্মু তাওয়ি-সাবরমতি এক্সপ্রেসে, মৃত সেনা জওয়ানের নাম জিগার চৌধারি। তিনি ভারতীয় সেনাবাহিনীর কর্মী। গত ২ নভেম্বর রাতে একটি কম্বল এবং একটি চাদর নিয়ে তর্কাতর্কি হয় বলে জানা গিয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর স্টেশন থেকে ট্রেনের স্লিপার কোচে এই তর্কাতর্কিই আরও বেড়ে গেলে মারধরের জেরে মৃত্যু হয় ওই সেনা জওয়ানের।
advertisement
জানা গিয়েছে ওই সেনা জওয়ান একটি কম্বল এবং একটি চাদর চেয়েছিলেন, যা সাধারণত রেলের সমস্ত এসি কোচে যাত্রীদের জন্য সরবরাহ করা হয়। রেল কর্মীরা তা দিতে অস্বীকার করেন, যার ফলে তাদের মধ্যে তর্ক শুরু হয় দুজনের মধ্যে। এই অশান্তির পরে ওই রেল কর্মী সেনা জওয়ানের পায়ে ছুরিকাঘাত করেন, এতে সেনা জওয়ানের ধমনী কেটে যায়, যার ফলে সেনা জওয়ানের মৃত্যু হয়।
আরও পড়ুন: বিহারে এনডিএ ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন নীতীশই! জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
টিটিই-র এই ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। ট্রেনটি বিকানেরে পৌঁছানোর পর, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা ১০৩(১) এর অধীনে একটি হত্যার মামলা নথিভুক্ত করা হয়। অভিযুক্ত রেল কর্মীর নাম জুবায়ের মেমন, পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং খুনের সময় ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
