TRENDING:

Jammu and Kashmir News: ভেঙে ঢুকে গেল তাউই নদীর সেতু...ঝুলছে গাড়ি! ভয়ঙ্কর ভিডিও সামনে...জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ভারী দুর্যোগ

Last Updated:

জম্মু ও কাশ্মীরে টানা বৃষ্টির জন্য ধস, হড়পা বানের ঘটনা ঘটছে৷ এখনও পর্যন্ত দুর্যোগে ১০ জনের মৃত্যু হয়েছে৷ গত মঙ্গলবার বিকেলে বৈষ্ণোদেবীর ত্রিকূটা হিলে ধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে, জম্মুর ডোডা জেলায় অন্য একটি ঘটনায় ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জম্মু ও কাশ্মীর: ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছে জম্মু ও কাশ্মীর৷ প্রবল বৃষ্টিতে নেমে আসছে একের পর এক হড়পা বান, হুড়মুড়িয়ে নামছে ধস৷ এমনকি, বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তাতেও ধস নেমে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷ এরই মাঝে সামনে এসেছে এক ভয়াবহ ভিডিও৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, শ্রীনগরের ধার ঘেঁষে বয়ে যাওয়া তাউই নদীর উপরে থাকা একটি সেতুর একাংশ ভেঙে পড়ছে হুড়মুড়িয়ে৷ তাতে ঝুলছে দু’দুটি গাড়ি৷ বাঁচার জন্য প্রাণপণ আর্তনাদ করছেন গাড়ির ভিতরে থাকা যাত্রীরা৷
News18
News18
advertisement

এমনকি, ওই গাড়ির গুলির পিছনে সার সার দাঁড়িয়ে থাকা গাড়িগুলিও নদীর জলে ভেসে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল৷ বর্তমানে ওই সেতুর মধ্য দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ৷

আরও পড়ুন : কাশ্মীরে মৃত্যুমিছিল! বৈষ্ণোদেবী যাত্রাপথে ১৫ জন ভক্তের মৃত্যু! আহত ৬, অবস্থা আশঙ্কাজনক

ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকার মতো সময়েও এই ভারী বর্ষার নিরিখে তাউই নদীতে বন্যার আশঙ্কা করে পাকিস্তানকে সতর্ক করেছিল ভারত৷ সেই সতর্কবার্তা পেয়ে তাদের নাগরিকদের সুবিধার্থে প্রয়োজন মতো ব্যবস্থা নিয়েছে পাকিস্তান৷

advertisement

জম্মু ও কাশ্মীরে টানা বৃষ্টির জন্য ধস, হড়পা বানের ঘটনা ঘটছে৷ এখনও পর্যন্ত দুর্যোগে ১০ জনের মৃত্যু হয়েছে৷ গত মঙ্গলবার বিকেলে বৈষ্ণোদেবীর ত্রিকূটা হিলে ধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে, জম্মুর ডোডা জেলায় অন্য একটি ঘটনায় ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে৷

advertisement

জল্পনার অবসান! ‘এই কারণেই…’ জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগ! স্পষ্ট জানিয়ে দিলেন অমিত শাহ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪০ ঘণ্টায় জম্মুতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ বাসান্তর, তাউই এবং চন্দ্রভাগা নদীর জলস্তর বিপদসীমার উপর থেকে বইছে৷ নদীর তীবরবর্তী এলাকা ও বন্যাপ্রবণ এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jammu and Kashmir News: ভেঙে ঢুকে গেল তাউই নদীর সেতু...ঝুলছে গাড়ি! ভয়ঙ্কর ভিডিও সামনে...জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ভারী দুর্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল