TRENDING:

ফের কাশ্মীরে 'টার্গেট কিলিং'-এর চেষ্টা, এবার জঙ্গিদের গুলি বাংলার শ্রমিককে

Last Updated:

শুক্রবার সকালেই এই হামলা হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুলওয়ামা: ফের অশান্ত জম্মু-কাশ্মীর। ফের পরিযায়ী শ্রমিকদের টার্গেট করে হামলা চালানোর অভিযোগ। পুলওয়ামার উগেরগুন্ড এলাকায় বাংলার শ্রমিক মুনিরুল ইসলামের উপর জঙ্গিহামলার খবর পাওয়া গিয়েছে। শুক্রবার সকালেই এই হামলা হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। মুনিরুলের বাবার নাম আবদুল করিম। হামলার পরই মুনিরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অশান্ত জম্মু-কাশ্মীর (প্রতীকী ছবি)
অশান্ত জম্মু-কাশ্মীর (প্রতীকী ছবি)
advertisement

এই মুহূর্তে তিনি সংকটমুক্ত। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। কতজন জঙ্গি, কেন তাঁর উপর হামলা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। স্বাধীনতা দিবসের আগেই উত্তপ্ত হয়েছিল কাশ্মীর। বিহারের এক পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন করা হয়েছিল জম্মু-কাশ্মীরের বান্দিপোরায়। নিহতের নাম মহম্মদ আমরেজ, বিহারের মধ্যপুরার বেসারাহ এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

advertisement

আরও পড়ুন: নতুন টিমের হাতে গুরুতর 'প্রমাণ', অভিষেককে চাপে ফেলতে প্রস্তুত ইডি! তৃণমূলে উদ্বেগ

আরও পড়ুন: যে যাই বলুক, জুনের পাশেই দিদি! শ্রীকান্তকে বার্তা দিয়ে বিধায়িকা হলেন সঞ্চালিকাও

এ বছরে এমনই টার্গেট কিলিংয়ের একাধিক ঘটনা সামনে এসেছে উপত্যকায়। অক্টোবরে বিহারের বাসিন্দা ফুচকা বিক্রেতা অরবিন্দকুমার শাহকে শ্রীনগরে এবং উত্তরপ্রদেশের বাসিন্দা কাঠের মিস্ত্রি সাগির আহমেদকে পুলওয়ামায় খুন করা হয়েছিল। এর পর কুলগামের ওয়ানপো এলাকায় বিহারের তিন শ্রমিককে গুলি করা হয়। জুন মাসে চাদুরা এলাকায় মগ্রেপোরায় একটি ইটভাটার দুই বিহারি শ্রমিকেও একই কায়দায় খুন করা হয়।

advertisement

ফের একবার প্রশ্ন উঠছে, জম্মু-কাশ্মীরে ভিনরাজ্যের শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। পুলিশের কাছে একাধিক রাজ্য থেকে সুরক্ষার দাবি জানিয়ে আবেদন জানানো হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে ট্যুইট করে এই ঘটনার কথা জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে বান্দিপোরার সম্বল এলাকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ওই শ্রমিকের। গুলি লাগার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফের কাশ্মীরে 'টার্গেট কিলিং'-এর চেষ্টা, এবার জঙ্গিদের গুলি বাংলার শ্রমিককে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল