TRENDING:

Jamia Firing:‘দোষী ছাড় পাবে না, কেন্দ্র এরকম ঘটনা সমর্থন করে না’, জামিয়ার ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ অমিত শাহের

Last Updated:

দিল্লির সিপি-কে কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জামিয়ায় পড়ুয়াদের মিছিল শুরুর আগেই চলল গুলি। গুলিতে আহত এক পড়ুয়া। পুলিশের হতে গ্রেফতার নাবালক বন্দুকবাজ । ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ ট্যুইট করে তিনি বলেন, ‘দোষী ছাড় পাবে না, কেন্দ্র এরকম ঘটনা সমর্থন করে না৷’
advertisement

শুরু থেকেই CAA-NRC বিরোধিতায় আন্দোলনে জামিয়া-মিলিয়া বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ের বাইরে মিছিলের প্রস্তুতি চলছিল। মিছিল শুরুর আগেই আচমকা হানা এক বন্দুকবাজের। বিশ্ববিদ্যালয় চত্বরে তখন প্রচুর পুলিশ মোতায়েন। চোখের পলকে পুলিশের সামনেই পড়ুয়াদের মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকবাজ।

জামিয়ার সাউথ গেটের কাছে স্লোগান দিতে দিতে গুলি ছোড়ে সে। নিজেকে রামভক্ত বলে দাবি করে কিশোর। একের পর এক স্লোগান দিতে দিতে গুলি ছুড়ে পুলিশের দিকে পিছোতে থাকে সে। প্রথমে হকচকিয়ে গেলেও পরে পুলিশ ধরে ফেলে বন্দুকবাজকে। তাকে গ্রেফতার করা হয়। দিল্লির সিপি-কে কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷

advertisement

গুলিতে আহত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদাব আলম। তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেশি পিস্তল নিয়ে হানা দেয় বন্দুকবাজ ৷ ভিড়ে মিশে যাওয়ায় পুলিশ প্রথমে টের পায়নি ৷ ঘটনার পর থেকে জামিয়া চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তা। নতুন করে অশান্তির আশঙ্কায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Jamia Firing:‘দোষী ছাড় পাবে না, কেন্দ্র এরকম ঘটনা সমর্থন করে না’, জামিয়ার ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল