শুরু থেকেই CAA-NRC বিরোধিতায় আন্দোলনে জামিয়া-মিলিয়া বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ের বাইরে মিছিলের প্রস্তুতি চলছিল। মিছিল শুরুর আগেই আচমকা হানা এক বন্দুকবাজের। বিশ্ববিদ্যালয় চত্বরে তখন প্রচুর পুলিশ মোতায়েন। চোখের পলকে পুলিশের সামনেই পড়ুয়াদের মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকবাজ।
জামিয়ার সাউথ গেটের কাছে স্লোগান দিতে দিতে গুলি ছোড়ে সে। নিজেকে রামভক্ত বলে দাবি করে কিশোর। একের পর এক স্লোগান দিতে দিতে গুলি ছুড়ে পুলিশের দিকে পিছোতে থাকে সে। প্রথমে হকচকিয়ে গেলেও পরে পুলিশ ধরে ফেলে বন্দুকবাজকে। তাকে গ্রেফতার করা হয়। দিল্লির সিপি-কে কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷
advertisement
গুলিতে আহত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদাব আলম। তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেশি পিস্তল নিয়ে হানা দেয় বন্দুকবাজ ৷ ভিড়ে মিশে যাওয়ায় পুলিশ প্রথমে টের পায়নি ৷ ঘটনার পর থেকে জামিয়া চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তা। নতুন করে অশান্তির আশঙ্কায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।
