TRENDING:

Union Budget 2017: কৃষিতে বেশি জোর জেটলির বাজেটে

Last Updated:

এক দেশ, এক বাজেট ৷ বুধবার সংসদে পেশ ২০১৭-এর বাজেট অধিবেশন ৷ দীর্ঘ ৯২ বছর ধরে চলে আসা নিয়মে ইতি টেনে ৷ এদিন মিশে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এক দেশ, এক বাজেট ৷ বুধবার সংসদে পেশ ২০১৭-এর বাজেট অধিবেশন ৷ দীর্ঘ ৯২ বছর ধরে চলে আসা নিয়মে ইতি টেনে ৷ এদিন মিশে গেল রেল ও সাধারণ বাজেট ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিই পেশ করলেন বাজেট ৷
advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হল দেশের কৃষি উন্নতির ওপর ৷

গ্রামীণ, কৃষি ও অনুসারী শিল্পে এক ঝটকায় ২৪ শতাংশ বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ বুধবার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ২০১৭-২০১৮ অর্থবর্ষে এই বরাদ্দের পরিমাণ ১ লক্ষ ২২৩ কোটি টাকা করা হল ৷

শুধু তাই নয়, মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম (MGNREGS)-এ ২০১৭-২০১৮ অর্থ বর্ষে ৪৮ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হল এই বাজেটে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এছাড়াও, এদিন অরুণ জেটলি জানালেন, ‘নোট সিদ্ধান্তে ব্যাঙ্ক বেশি ঋণ দিতে পারবে ৷ চাষিরাও এর ফলে উপকৃত ৷ কৃষি ঋণ বাবদ ১০ লক্ষ কোটি টাকা ৷ কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার ৪.১ % ৷ ৩০%-৪০% কৃষি জমি বিমার আওতায় আসবে ৷ ১০ লক্ষ কৃষি খামার তৈরি হবে ২০১৮-র মধ্যে ৷ নারেগা প্রকল্পে সবথেকে বেশি বরাদ্দ ৷ দীর্ঘমেয়াদি সেচ প্রকল্পে ৪০ হাজার কোটি ৷ কৃষকদের আয় দ্বিগুণ করতে দায়বদ্ধ সরকার। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি এবং খরার সমস্যা কাটিয়ে তুলতে সাহায্য করবে কেন্দ্র।’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2017: কৃষিতে বেশি জোর জেটলির বাজেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল