ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ‘‘আমরা বাণিজ্য আলোচনার মাঝামাঝি এবং মাঝামাঝির চেয়েও বেশি — অবস্থায় আছি। আমি আশা করি যে এটি একটি সিদ্ধান্তে আনা সম্ভব হবে ৷ কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারি না কারণ আরও একটি পক্ষও এখানে জড়িত রয়েছে। আমাদের একটি মিলনস্থল খুঁজে বের করতে হবে। আগামী কয়েক দিন এদিকে নজর রাখতে হবে ৷ ’’
advertisement
আরও পড়ুন- ‘হ্যাপি রিটায়ারমেন্ট জাড্ডু ভাই…’ জাদেজাকে শুভেচ্ছা ঋষভ পন্থের, অবসরের পথে স্যার জাদেজা?
এদিকে কোয়াড বৈঠকে (Quad Meet) যোগ দিতে আমেরিকা সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবারই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। রবিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আমন্ত্রণে জয়শঙ্কর ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত আমেরিকা সফর করবেন।
বিদেশমন্ত্রী জয়শঙ্কর কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ সহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক সমস্যা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।