‘হ্যাপি রিটায়ারমেন্ট জাড্ডু ভাই...’ জাদেজাকে শুভেচ্ছা ঋষভ পন্থের, অবসরের পথে স্যার জাদেজা?

Last Updated:

Happy Retirement Jaddu bhai : সেদিনের চ্যাম্পিয়ন দলের অনেক ক্রিকেটারই এখন ইংল্যান্ডে। তাই বার্মিংহ্যামেই কেক কেটে বিশ্বজয়ের সেলিব্রেশন করল ভারতীয় দল। দলের অন্যদের অনুরোধে স্পেশাল কেক কাটেন বুমরাহ। তারপর সেই কেকের টুকরো জাদেজাকে খাইয়ে দেন। সঙ্গে সঙ্গে পন্থ বলে ওঠেন, “হ্যাপি রিটায়ারমেন্ট।”

জাদেজাকে শুভেচ্ছা ঋষভ পন্থের (Photo: X)
জাদেজাকে শুভেচ্ছা ঋষভ পন্থের (Photo: X)
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে। ইংল্যান্ডে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা টি২০ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। গত বছর ২৯ জুন ভারত রোহিত শর্মার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর শিরোপা জিতেছিল টিম ইন্ডিয়া। এই বিশেষ মুহূর্তে দলের তারকা ঋষভ পন্থ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে মজা করে টি২০ থেকে অবসর নেওয়ার এক বছর পূর্ণ হওয়ার জন্যও অভিনন্দন জানিয়েছেন। তিনি জাদেজাকে কেক খাইয়ে বলেন, ‘হ্যাপি রিটায়ারমেন্ট জাড্ডু ভাই’। একে-অপরের সঙ্গে খুনসুটি, কেক কাটা, হই-হুল্লোড়ে মাতলেন ঋষভ পন্থরা। তবে সেই সেলিব্রেশনের ভিডিও প্রকাশ হতেই চর্চা শুরু হয়েছে রবীন্দ্র জাদেজাকে নিয়ে। প্রশ্ন উঠছে, জাড্ডুর কেরিয়ার কি তাহলে শেষের দিকে?
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর ২৯ জুন টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। টি-২০ ব্রিগেডের হাত ধরে ১১ বছর পর আইসিসি ট্রফি এসেছিল ভারতের ঘরে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন দুই কিংবদন্তি রোহিত শর্মা এবং বিরাট কোহলি। পরে আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দাঁড়ান জাদেজাও।
advertisement
advertisement
সেই চ্যাম্পিয়ন দলের অনেক ক্রিকেটারই এখন ইংল্যান্ডে। তাই বার্মিংহ্যামেই কেক কেটে বিশ্বজয়ের সেলিব্রেশন করল ভারতীয় দল। দলের অন্যদের অনুরোধে স্পেশাল কেক কাটেন বুমরাহ। তারপর সেই কেকের টুকরো জাদেজাকে খাইয়ে দেন। সঙ্গে সঙ্গে পন্থ বলে ওঠেন, “হ্যাপি রিটায়ারমেন্ট।” হাসতে হাসতে জাদেজার পালটা, “আরে ভাই একটা ফরম্যাট থেকেই অবসর নিয়েছি।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘হ্যাপি রিটায়ারমেন্ট জাড্ডু ভাই...’ জাদেজাকে শুভেচ্ছা ঋষভ পন্থের, অবসরের পথে স্যার জাদেজা?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement