রাজস্থানের জয়পুরে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সরকারি মিটিংয়ে আর মেনু তালিকায় বাদ দেওয়া হয়েছে সিঙাড়া, কচুরির মতো খাবার। দাবি করা হচ্ছে, এই সমস্ত খাবারের জেরে সরকারি কর্মচারীদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই এই খাবারগুলি বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, ৩০ জানুয়ারি ধামাকা প্ল্যান! কলকাতা-সহ গোটা রাজ্য তোলপাড়! লোকসভার আগে তৃণমূলের ব্লুপ্রিন্ট
advertisement
এখন ভাজা ছোলা, ভুনা চিনাবাদাম, মাখানা এবং মাল্টি গ্রেন ডাইজেস্টিভ বিস্কুট মিটিংয়ে পরিবেশন করা হবে। কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই মেনু তৈরি করা হয়েছে। এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
বৈঠকে যে শুধু সকালের খাবারের মেনুই বদলেছে তা কিন্তু নয়। পানীয় জল নিয়েও এসেছে নতুন নির্দেশিকা। এখন প্লাস্টিকের বোতলে জল দেওয়া হবে না। কর্মচারী ও অফিসারদের কাঁচের গ্লাস ও বোতলে জল দেওয়া হবে। এসব পরিবর্তন এখন সচিবালয়ের বৈঠকে দেখা যাবে। ২৩ জানুয়ারি এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।