TMC: ৩০ জানুয়ারি ধামাকা প্ল্যান! কলকাতা-সহ গোটা রাজ্য তোলপাড়! লোকসভার আগে তৃণমূলের ব্লুপ্রিন্ট

Last Updated:

TMC: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার পক্ষ থেকে  ঘোষণা করা হয়, আগামী ৩০ জানুয়ারি রাজ্যের সবক’টি সাংগঠনিক জেলায় মোট ৩৪টি সভার আয়োজন করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
কলকাতাঃ তৃণমূল কংগ্রেস কলকাতায় এক বিরাট প্রতিবাদ কর্মসূচি-সহ ৩৪টি ‘চলো পাল্টাই’ সভা অনুষ্ঠিত করছে। আগামী ৩০ তারিখ এই কর্মসূচী হবে। কেন এই কর্মসূচি? তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সম্পর্কে অমিত মালব্যর অশালীন মন্তব্য ‘আইটি সেল ধর্ষকদের নিয়োগ করছে। বিলকিস বানো ইস্যু- বিজেপির নারী বিরোধী আচরণ প্রতিবাদ করে এই কর্মসূচি হবে।’
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার পক্ষ থেকে  ঘোষণা করা হয়, আগামী ৩০ জানুয়ারি রাজ্যের সবক’টি সাংগঠনিক জেলায় মোট ৩৪টি সভার আয়োজন করা হবে। মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী স্মরণ করে এই কর্মসূচি পালিত হবে। এই আয়োজনের মাধ্যমেই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নারীবিদ্বেষী অবস্থানের প্রতিবাদ জানানো হবে।
আরও পড়ুনঃ শীতের দিনে ছোট্ট একটা কাজ, মোমের মতো গলবে মেদ, গ্যাস-বদহজম দৌড়ে পালাবে চিরতরে
এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করার সময় তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আগামী ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে বাংলা জুড়ে মোট ৩৪ সভা করা হবে। আমরা লক্ষ করেছি, বিজেপি নেতারা লাগাতার মহিলাদের অপমান করছেন, বিশেষ করে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁদের আচরণ অত্যন্ত অসম্মানজনক!”
advertisement
advertisement
আরও পড়ুনঃ এয়ারটেল-জিওর ধামাকা প্ল্যান! ৫৯৯ টাকায় ডেটা-কলিং পরিষেবা গোটা পরিবারের জন্য
মহিলা সংরক্ষণ বিলের প্রয়োগে অহেতুক বিলম্ব প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করে আসলে ওরা মহিলাদের বোকা বানানোর চেষ্টা করছে। আমরা তাদের কাছে জানতে চাই, কবে সেই আইন প্রয়োগ করা হবে? ২০২৪ সালে, ২০২৯ সালে নাকি ২০৩৪ সালে? তারা হয়তো উত্তরও দিতে পারবে না। কারণ, এখনও পর্যন্ত জনগণনাই হয়নি। তাই নারী-পুরুষের অনুপাতও নির্ধারণ করা হয়নি। মহিলাদের জন্য কত বা কী কী আসন সংরক্ষণ করা হবে, তাও এখনও পর্যন্ত ঠিক হয়নি।”
advertisement
লোকসভা ভোটের ঠিক আগে কেন তড়িঘড়ি এই বিল পাস করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, মহিলা ভোটারদের বিভ্রান্ত করতেই কেবলমাত্র এই পদক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, “মহিলারাই সমাজ সৃষ্টি করেন। তাঁদের বোকা বানানো এত সোজা নয়। তাই আমরা ওদের বলব, নারীদের এবং মাননীয়া মুখ্যমন্ত্রীকে অসম্মান করা এ বার বন্ধ হোক। ২০২১ সালে ওরা বাংলা দখল করতে চেয়েছিল। কিন্তু, তার বদলে ওদেরই বাক্সবন্দি করে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তো দিল্লিতেও ওরা ঠিক মতো স্থান পাচ্ছে না।”
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: ৩০ জানুয়ারি ধামাকা প্ল্যান! কলকাতা-সহ গোটা রাজ্য তোলপাড়! লোকসভার আগে তৃণমূলের ব্লুপ্রিন্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement