রাজস্থানের জয়পুর থেকে যে মর্মান্তিক পথদুর্ঘটনার খবর এসেছে, তার একটি সিসিটিভি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই গা শিউরে ওঠা সিসিটিভি ভিডিও ফুটেজ শেয়ার করেছেন Mr Sinha নামে এক ইউজার। তাতে দেখা যাচ্ছে যে জয়পুরের এক সরু গলি দিয়ে দ্রুত গতিতে ছুটে এল এক এসইউভি। ধাক্কা দিল দুই বাইক-চালককে। তাঁরা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন। এসইউভি সেই রকমই ঝড়ের গতিতে বেরিয়ে গেল পরোয়া না করে। পথচারীরা দৌড়ে গেলেন গাড়ির পিছনে, হতাশ হয়ে ফিরে এসে আহতদের শুশ্রুষায় মন দেন।
advertisement
পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে যে জয়পুরের নাহারগড় এলাকায় একটি দ্রুতগামী এসইউভি গাড়ি একাধিক পথচারী এবং যানবাহনকে ধাক্কা দেয়, যার ফলে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে উসমান নামে এক ব্যক্তি সোমবার রাতে প্রচণ্ড মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনিই জনাকীর্ণ গলিতে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে গাড়িটি দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময়ে পথে একাধিক যানবাহন এবং জিনিসপত্রের সঙ্গে তার ধাক্কা লাগছিল। স্থানীয় বাসিন্দারা চুপ করে থাকেননি, তাঁরা অবশেষে দ্রুত ধাওয়া করে গাড়িটিকে ঘিরে ফেলেন এবং চালককে পুলিশের হাতে তুলে দেন।
দুর্ঘটনায় অবদেশ পারিক (৩৭) এবং মমতা (৫০) নামে দু’জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে এসএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
তাঁদের তরফে এও বলা হয়েছে যে, স্থানীয় একজন ব্যক্তি কন্ট্রোল রুমে ফোন করে ঘটনার খবর দেওয়ার পর নাহারগড় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা দেরি না করে সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যান।
এই একই গাড়ি এমআই রোড এবং গালতা গেট এলাকাতে আরও কিছু গাড়ি এবং একজন পথচারীকে ধাক্কা দেয়।
বিজেপির হাওয়া মহল বিধায়ক বালমুকুন্দ আচার্য বলেছেন যে এই ঘটনায় আহতদের মধ্যে তিন বছরের একটি মেয়েও রয়েছে। তিনি আরও বলেন যে, চালক এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে তিনি এত কিছু ঘটতে দেখেও নিজেকে সামলাতে পারেননি, তাঁর হুঁশ ফেরেনি।
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একে হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন। তিনি অভিযুক্তের গুরুতর শাস্তির দাবি জানিয়েছেন।