নয়াদিল্লি: মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে পরবর্তী উপরাষ্ট্রপতি পদের জন্য বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সদর দফতরে সভায় রাধাকৃষ্ণণের নামে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে।
জগদীপ ধনখড়ের উত্তরসূরী নির্বাচনের দায়িত্বভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর ছেড়ে দিয়েছেল এনডিএ-র শরিক দলগুলি। আগামী ২১ অগাস্ট মনোনয়ন জমা দেবেন সিপি রাধাকৃষ্ণণ। আগামী ৯ সেপ্টেম্বর উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
advertisement
তবে বিরোধীরা এখনও পর্যন্ত নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। উল্লেখ্য রাধাকৃষ্ণন এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল এবং তেলেঙ্গানার অতিরিক্ত রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলেছেন। পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কোয়েম্বাটুর থেকে পদ্মফুল প্রতীকে দুবার লোকসভা নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি। তামিলনাড়ু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও ছিলেন সিপি রাধাকৃষ্ণন।
কিন্তু কেন রাধাকৃষ্ণণকেই বেছে নিল বিজেপি? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তামিল কোনও ব্যক্তিকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে বিজেপি দক্ষিণ ভারতে নিজের জায়গা পোক্ত করতে চাইছে। ভোটের আগে তামিলনাড়ু এবং দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপির জায়গা তৈরি করার মরিয়া প্রয়াস।
২০২২ সালে কৃষক আন্দোলনের সময় জাট সমাজকে বার্তা দিতে ধনখড়কে বেছে নিয়েছিল বিজেপি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তাঁর বিতর্কিত ভূমিকা এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে সংঘাতের অভিজ্ঞতাকেই পুঁজি করেছিল বিজেপি। কিন্তু রাধাকৃষ্ণণ কৈশোর থেকে আরএসএস ও জনসংঘের সঙ্গে যুক্ত। মৃদুভাষী, শান্ত স্বভাবের মানুষটিকে উপরাষ্ট্রপতির পদে বসিয়ে একদিকে আরএসএস, অপরদিকে দক্ষিণ ভারত, দুই ক্ষেত্রকেই খুশি করতে চাইছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা।