TRENDING:

Jagdeep Dhankhar: '১৩৫ কোটি মানুষ আমাদের দেখে হাসছে!' রাজ্য়সভায় সাংসদদের আচরণে চরম ক্ষুব্ধ ধনখড়

Last Updated:

মূলত বিজেপি সাংসদরাই হট্টগোল করছিলেন। বিরক্ত হয়ে জগদীপ ধনখড় বলেন, 'এই ধরনের আচরণে আমাদেরই বদনাম হয়। আমরা খুব খারাপ দৃষ্টান্ত তৈরি করছি। মানুষের আশা ভঙ্গ হচ্ছে।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: রাজ্য়সভার চেয়ারম্য়ান হিসেবে মাত্র কয়েক দিন আগেই দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু প্রথম থেকেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বুঝিয়ে দিচ্ছেন, সংসদের রাশ আলগা হতে দিতে চান না তিনি। এ দিন রাজ্য়সভায় বিজেপি-র সাংসদদের হই হট্টগোলে বিরক্ত হয়ে জগদীপ ধনখড় বলে দিলেন, '১৩৫ কোটি মানুষ আমাদের দেখে হাসছে!'
সাংসদদের আচরণে ক্ষুব্ধ জগদীপ ধনখড়।
সাংসদদের আচরণে ক্ষুব্ধ জগদীপ ধনখড়।
advertisement

রাজস্থানের আলওয়ারে একটি জনসভায় বক্তব্য় রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের করা আপত্তিকর মন্তব্য় নিয়ে এ দিন শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য়সভা। রাজস্থানের ওই সভায় কংগ্রেস সভাপতি বিজেপি এবং আরএসএস নেতাদের আক্রমণ করে বলেছিলেন, 'আপনাদের বাড়ির একটি কুকুরেরও কি স্বাধীনতা সংগ্রামের জন্য় প্রাণ দিয়েছে? তার পরেও এরা নিজেদের দেশভক্ত বলে দাবি করে, আর আমরা কিছু বললেই দেশদ্রোহী তকমা সাঁটিয়ে দেওয়া হয়।'

advertisement

আরও পড়ুন: 'কাল ২১ ডিসেম্বর, সবাই সাবধানে বাড়ি থেকে বেরোন!' হঠাৎ সতর্ক করলেন কুণাল

খাড়গের এই মন্তব্য় নিয়েই এ দিন অধিবেশনের শুরু থেকে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি সাংসদরা। কংগ্রেস সভাপতিকে ক্ষমা চাইতে হবে, এই দাবি তোলেন তাঁরা। যদিও নিজের বক্তব্য়ে অনড় থেকে ক্ষমা চাইতে রাজি হননি কংগ্রেস সভাপতি। এ নিয়েই দু' পক্ষের তুমুল শোরগোল শুরু হয়।

advertisement

মূলত বিজেপি সাংসদরাই হট্টগোল করছিলেন। বিরক্ত হয়ে জগদীপ ধনখড় বলেন, 'এই ধরনের আচরণে আমাদেরই বদনাম হয়। আমরা খুব খারাপ দৃষ্টান্ত তৈরি করছি। মানুষের আশা ভঙ্গ হচ্ছে।'

নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে শাসক দল এবং বিরোধী শিবিরের উদ্দেশে দৃশ্য়ত ক্ষুব্ধ ধনখড় বলেন, 'এই চেয়ারে বসেও আমাকে যা দেখতে হচ্ছে, তা হজম করা মুশকিল। কী যন্ত্রণাদায়ক দৃশ্য় দেখতে হচ্ছে। বিশ্বাস করুন, এ সবকিছু দেখে ১৩৫ কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে হাসছে। তাঁরা ভাবছেন, আমাদের কতখানি অধঃপতন ঘটেছে।'

advertisement

আরও পড়ুন: তাঁর অভিযোগেই আটকালো অনুব্রতর দিল্লি যাত্রা, সেই কর্মীকেই সাসপেন্ড করল তৃণমূল

ধনখড় বোঝানোর চেষ্টা করেন, 'সংসদের বাইরে বক্তব্য় রাখতে গিয়ে কেউ আবেগের বশবর্তী হয়ে কিছু বলে ফেলতেই পারেন। তার ভিত্তি থাকতেও পারে, নাও পারে। ওই বক্তব্য় নিয়ে দু'টি ভিন্ন মতও থাকতে পারে। কিন্তু তার মানে এই নয় যে লোকসভার দলনেতা যখন বক্তব্য় রাখবেন তখন উল্টো দিক থেকে বাধা দেওয়া হবে। আবার বিরোধী দলনেতা যখন কথা বলবেন তখন অন্য় পক্ষ বাধা দেবে। এটা কি পরস্পরকে পাল্টা দেওয়ার পর্ব চলছে? আমরা তো শিশু নই।'

advertisement

জগদীপ ধনখড় স্পষ্ট করে দিয়েছেন, রাজ্য়সভার চেয়ারম্য়ানের পদে বসে নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন তিনি। কোনও পক্ষ নেবেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এত কিছুর পরেও নিজের বক্তব্য়েই অনড় থাকেন মল্লিকার্জুন খাড়গে। বিজেপি সাংসদদের উদ্দেশে তিনি বলেন, 'যাঁরা দেশের স্বাধীনতার জন্য় লড়াই করলেন, তাঁদেরকেই ক্ষমা চাইতে বলছেন?'

বাংলা খবর/ খবর/দেশ/
Jagdeep Dhankhar: '১৩৫ কোটি মানুষ আমাদের দেখে হাসছে!' রাজ্য়সভায় সাংসদদের আচরণে চরম ক্ষুব্ধ ধনখড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল