TRENDING:

IT survey at BBC Office: নিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন! বিবিসি-র অফিসে কেন আয়কর দফতর

Last Updated:

IT survey at BBC Office: জানা যাচ্ছে, এই সার্ভে অভিযানের অংশ হিসাবে বিবিসি-র ব্যবসায়িক নথি খতিয়ে দেখছে। বেশ কিছু কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: মঙ্গলবার আয়কর বিভাগ দিল্লি ও মুম্বইতে বিবিসি-র অফিসে একটি 'সার্ভে' চালায়। কয়েকদিন আগেই বিবিসি-র একটি ডকুমেন্টারি সম্প্রচার ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। একের পর এক তোপ দেগেছিলেন বিজেপি নেতারা। ঠিক তার কয়েক সপ্তাহের মধ্যেই এদিন বিবিসির এই দুটি অফিসে সার্ভে চালাল আয়কর দফতর।
বিবিসি-র অফিসে কেন আয়কর দফতর
বিবিসি-র অফিসে কেন আয়কর দফতর
advertisement

জানা গিয়েছে, এদিন আয়কর বিভাগের ১৫ জনের একটি দল সার্ভে চালায়। বিবিসির অফিসে উপস্থিত কর্মীদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে। এমনকী কম্পিউটার-ল্যাপটপের মতো সিস্টেম আপাতত স্পর্শ করতে নিষেধ ধরা হয়েছে। জানা যাচ্ছে, এই সার্ভে অভিযানের অংশ হিসাবে বিবিসি-র ব্যবসায়িক নথি খতিয়ে দেখছে। বেশ কিছু কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে।

জানা গিয়েছে, বিবিসির অ্যাকাউন্টস বিভাগের কম্পিউটারগুলি খতিয়ে দেখছেন আইটি অফিসাররা। আপাতত কোনও কর্মীকে অফিসের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ব্যক্তিগত মোবাইল আপাতত জমা রাখতে হয়েছে। সেগুলি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি।

advertisement

আরও পড়ুন,  কারখানায় আয়কর দফতরের হানা, বিড়ি শ্রমিকদের কপালে চিন্তার ভাঁজ

আরও পড়ুন,  বিশ্ব বাজারে মন্দা, ভারতীয় আইটি সেক্টরের জন্যও বিপদ সংকেত, জানুন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে কংগ্রেস। তারা জানিয়েছে, প্রথমে বিবিসি ডকুমেন্টারি এসেছিল, তা নিষিদ্ধ করা হয়েছিল। এখন বিবিসিতে আয়করের সার্ভে চালানো হয়েছে। কর্মচারীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। অঘোষিত জরুরি অবস্থার সমান।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
IT survey at BBC Office: নিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন! বিবিসি-র অফিসে কেন আয়কর দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল