থমকে গেল সেই গলা। চলে গেলেন ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অরগানাইজেশনের (ইসরো) বিজ্ঞানী এন বলরমাতি।
শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সেই বিজ্ঞানী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। যেকোনও রকেট লঞ্চের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে দাঁড়ায় শেষ কাউন্টডাউনটি। আর সেই কাউন্টডাউনে যাঁর গলা শোনা গিয়েছিল, সেই বিজ্ঞানীই প্রয়াত হলেন গতকাল। একাধিক রকেট লঞ্চের কাউন্টডাউনের দায়িত্বে ছিলেন এই বিজ্ঞানী। শেষবার তিনি কাউন্টডাউন করেছিলেন চন্দ্রযান-৩ লঞ্চের সময়ে।
advertisement
আরও পড়ুন: দু’ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা, আবহাওয়ার জরুরি খবর
গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতিশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শেষবার চন্দ্রযান-৩-এর জন্য কাউন্টডাউন করেছিলেন বলরমাতি। ড. পিভি ভেঙ্কিটাকৃষ্ণন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভবিষ্যতে শ্রীহরিকোটা থেকে আরও যা যা মিশন হবে, সেদিন কাউন্টডাউনে বলরমাতি ম্যাডামের কণ্ঠস্বর আর শোনা যাবে না। চন্দ্রযান-৩ তাঁর জীবনের শেষ কাউন্টডাউন। অপ্রত্যাশিত এক মৃত্যু। খুবই বেদনাদায়ক। প্রণাম জানাই।’