এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই শোরগোল পড়ে গেল৷ এটা কোনও মেট্রোর সিঁড়ি বা রেলওয়ে স্টেশনের ছবি৷ কারণ প্লেটের সামনের দিকে প্রচুর মানুষকে হেঁটে যেতে দেখা যাচ্ছে৷ এই ছবি দেখে সকলেই বলছেন যে দেশে সাধারণ মানুষের তথ্য কীভাবে এদিক ওদিক ছড়িয়ে পড়ছে৷ সংবেদনশীল আর্থিক তথ্য বা ব্যাঙ্ক ডিটেল এভাবে খাবার প্লেটের থালায় দেখা যেতে সকলেই আতঙ্কিত৷ তাঁদের সঙ্গেও এমন হবে না তো, এটাই ভাবছেন সকলে৷
advertisement
ব্যাঙ্কের পেপার কীভাবে কাগজের দরে বিক্রি হল, কেনই বা এধরণের সিকিওর কাগজপত্র সকলের সামনে চলে এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন৷ সাধারণ মানুষের ডেটা হ্যাকিং হচ্ছে, এটা স্পষ্ট৷ ফলে ডেটার গোপনীয়তা এদেশে কোনও ভাবেই নেই, এ নিয়ে চর্চা শুরু হয়েছে৷ ব্যক্তিগত কোনও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কখন কোথা থেকে ফাঁস হয়ে যাচ্ছে, তা নিয়ে আতঙ্কিত সকলে৷ কারণ যে তথ্য আপনি কারও সঙ্গে ভাগ করতে চাইছেন না, সেই তথ্য অন্যের কাছে এভাবে যদি চলে আসে, তাহলে তো অত্যন্ত ভয়ের৷ কীভাবে ব্যাঙ্ক থেকে এই পেপার উঠে এল খাবার থালায়, সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনি৷
