প্রধানমন্ত্রীর নতুন পদক্ষেপের পর থেকেই ভারত খুব তাড়াতাড়ি ক্যাশলেশ ইকোনমির দিকে এগোচ্ছে ৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত অনলাইন আর্থিক লেনদেনের মাত্র বাড়িয়ে তুলেছে ৷ সরকারের ডিজিটাল ইন্ডায়ি প্রকল্পের সঙ্গে তাল রেখেই বেশ কিছু অংশে ইতিমধ্যেই ডিজিটাইজড করা হয়েছে IRCTC-তে ৷
IRCTC-এর চেয়ারম্যান ও মেনেজিং ডিরেক্টির এ কে মানোচা জানিয়েছেন, ‘যাত্রীদের উন্নতমানের পরিষেবা দিতে আমরা প্রযুক্তিতে বদল এনেছি ও আপগ্রেড করেছি ৷’
advertisement
ট্রেনের টিকিট, বিমানের টিকিট কাটা ও মান্থলি টিকিটের ক্ষেত্রে অনলাইন পেমেন্টের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে ৷
তিনি জানান সম্প্রতি লঞ্চ হওয়া ই-ক্যাটারিং পরিষেবা ‘ফুড অন ট্রেক’ যাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় ৷ এর মাধ্যমে যাত্রীরা খুব সহজেই তাদের পছন্দের খাবার অর্ডার দিতে পারবেন ৷ আইআরসিটিসি-র খাদ্যতালিকা থেকে নিজের পছন্দের খাবার বেছে নিতে পারবেন ৷ অনলাইনে খাবর অর্ডার দেওয়া যাবে ৷ এর জন্য www.ecatering.irctc.co.in ওয়েবসাইটে ক্লিক করতে হবে ৷
এছাড়াও ডমিনোজ, হলদিরাম, কেএফসি ও সারভানা ভবনের মত সংস্থার হাত মিলিয়েছে আইআরসিটিসি ৷