মাত্র দু-দিনের প্যাকেজে দেখানো হবে অন্ধ্রপ্রদেশের একাধিক তীর্থস্থান। তার মধ্যে রয়েছে বালাজি মন্দির, পদ্মাবতী মন্দির, শ্রী কলহস্তি।পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর সারা পৃথিবী থেকে ২০ মিলিয়ান মানুষ তিরুমালা মন্দির দর্শনে আসেন। সেখানে রয়েছে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের মন্দির। তিরুপতির কাছেই তিরুচানুরুতে রয়েছে পদ্মাবতী আম্মাভারুর মন্দির। মহাদেবের মন্দির বা শ্রী কলহস্তি মন্দির রয়েছে তিরুপতি জেলার শ্রী কলাহস্তি শহরে।
advertisement
IRCTC জানিয়েছে, দিল্লি থেকে দু'টি বিমান ছাড়বে ১৫ এবং ২৮ মে। দু'জনের শেয়ারিংয়ে জনপ্রতি খরচ পড়বে ১৮,৭৮০ থাকা থেকে ১৮,৮৯০ টাকা। একজনের ক্ষেত্রে অর্থাৎ কেউ যদি একা থাকতে চান ঘরে, সেক্ষেত্রে খরচ পড়বে ২০,৭৫০ টাকা। ৫-১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে জনপ্রতি ধার্য ১৭,৩৬০ টাকা (অতিরিক্ত বেড প্রয়োজন থাকলে). অতিরিক্ত বেড প্রয়োজন না থাকলে খরচ পড়বে ১৭,০৯০ টাকা। ২-৪ বছরের শিশুদের জন্য দিতে হবে ১৫,৭২০ টাকা।
IRCTC-র সঙ্গে তিরুপতি দর্শনের প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাচ্ছে IRCTC-এর ওয়েবসাইটে (www.irctctourism.com)। এ ছাড়াও IRCTC-র জোনাল এবং রিজিওনাল অফিসে গিয়ে বুক করা যাবে।