TRENDING:

IRCTC Food and Water: স্লিপার-জেনারেল ক্লাসের যাত্রীদের জন্য সুখবর! এখন থেকে মাত্র ২০-৫০ টাকায় দারুণ খাবার ও জল, পরিষেবায় নয়া উদ্যোগ রেলের

Last Updated:

IRCTC Food and Water: খাবার ও পানীয় জলের সুবন্দোবস্ত রেল স্টেশনে। জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস কোচগুলির সামনে পানীয় জলের বোতল রাখার পাশাপাশি দূর পাল্লার ট্রেনগুলির কোচের মধ্যেই এই ব্যবস্থা অন্তর্ভুক্ত করা রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: গ্রীষ্মকালে যাত্রীদের সুলভ মূল্যে খাবার দেবে ভারতীয় রেলওয়ে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ০৮টি স্টেশনে এই আহারের কাউন্টার উপলব্ধ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নিজেদের অধিক্ষেত্রের অন্তর্গত সমস্ত রেলওয়ে স্টেশনে এবং দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীদের জন্য সুলভ মূল্যে আহার ও প্যাকেটজাত পানীয় জল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাবার ও পানীয় জলের সুবন্দোবস্ত রেল স্টেশনে
খাবার ও পানীয় জলের সুবন্দোবস্ত রেল স্টেশনে
advertisement

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ০৮টি স্টেশন যেমন গুয়াহাটি, কামাখ্যা, রঙিয়া, নিউ কোচবিহার, কাটিহার, নিউ তিনসুকিয়া, নাহরলগুন এবং নিউ আলিপুরদুয়ারের ০৯টি স্থান-সহ সামার স্পেশ্যাল ট্রেনগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে। এর ফলে যাত্রীরা নিজেদের ভ্রমণের সময় গুণমানসম্পন্ন পরিষেবার অভিজ্ঞতা লাভ করবেন। এই পদক্ষেপের মধ্যে জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস কোচগুলির সামনে পানীয় জলের বোতল রাখার পাশাপাশি দূর পাল্লার ট্রেনগুলির কোচের মধ্যেই এই ব্যবস্থা অন্তর্ভুক্ত করা রয়েছে।

advertisement

 আরও পড়ুন: আত্মবিশ্বাসের অভাব? নিজের মধ্যে গুটিয়ে থাকেন? ঘুমের ধরনই বলে দেবে আপনার চরিত্রের গোপন দিক, কল্পনাও করতে পারছেন না!

ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে জেনারেল কোচের যাত্রীদের ২০ টাকার সাশ্রয়ী মূল্যে সুলভ আহার এবং সাশ্রয়ী মূল্যে ২০০ এমএল জলের গ্লাস-সহ ৫০ টাকার স্ন্যাক্স দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। আইআরসিটিসি ভেন্ডররা প্যাকেটজাত আহার এবং পানীয় জলের ট্রে নিয়ে যাত্রীদের সহায়তার জন্য প্রস্তুত। এরকম কম দামে বিকল্পের ফলে যাত্রীরা নিজেদের প্রাথমিক চাহিদাগুলির জন্য উদ্বেগহীনভাবে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত বছরে প্রায় ৫১টি স্টেশনে এই পরিষেবা সফলভাবে চালু করা হয়েছিল। এই সাফল্যের উপর নির্ভর করে রেলওয়ে এই কর্মসূচি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে, যার ফলে বর্তমানে সমগ্র ভারতীয় রেলওয়ের ১০০টিরও বেশি স্টেশনে ১৫০টির কাছাকাছি কাউন্টার কাজ করছে। এই পদক্ষেপ আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে, নিকট ভবিষ্যতে আরও বেশি স্টেশনকে এই পরিষেবার আওতাভুক্ত করা হবে।বিশেষত যে সমস্ত যাত্রী জেনারেল ক্লাসের কোচে যাত্রা করেন তাঁদের জন্য এই কর্মসূচিটি উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়ে উঠবে। সহজে উপলব্ধ সুলভ মূল্যের খাদ্য ও স্ন্যাক্স ভ্রমণের সময় যাত্রীদের স্বাচ্ছন্দ্যে রাখার নিশ্চয়তা প্রদান করবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
IRCTC Food and Water: স্লিপার-জেনারেল ক্লাসের যাত্রীদের জন্য সুখবর! এখন থেকে মাত্র ২০-৫০ টাকায় দারুণ খাবার ও জল, পরিষেবায় নয়া উদ্যোগ রেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল