যদিও এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে আইআরসিটিসি৷ ভারতীয় রেল টিকিট বিক্রি ও বণ্টন ব্যবস্থার ভারপ্রাপ্ত এই সংস্থা জানিয়েছে, ওড়িশায় দুর্ঘটনার পর ট্রেনের টিকিট বাতিল করার প্রবণতা যাত্রীদের মধ্যে বেড়ে গিয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি৷
আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস আবার কবে থেকে চলবে, জানাল রেল! ছুটবে সেই লাইন দিয়েই
advertisement
পরিসংখ্যান দিয়ে আইআরসিটিসি দাবি করেছে, গত ১ জুন বালাসোরে ট্রেন দুর্ঘটনার দিন রেলে ৭.৭ লক্ষ টিকিট বাতিল হয়েছিল৷ সেখানে তার পরের দিন ২ জুন বাতিল হয় ৭.৫ লক্ষ টিকিট৷ ফলে ট্রেন দুর্ঘটনায় ভয় পেয়ে বেশি সংখ্যক যাত্রী টিকিট বাতিল করছেন, এমন দাবি ঠিক নয়৷
রেলের এক শীর্ষ কর্তার কথায়, প্রতিদিন ভারতীয় রেলে প্রায় ১৩ হাজার ট্রেন চলে৷ এর বাইরেও বেশ কিছু ট্রেন চলাচল করে৷ বছরে ভারতীয় রেলের যাত্রী সংখ্যা ৮০০ থেকে ৯০০ কোটি৷ ফলে দৈনিক গড়ে প্রায় ২ কোটি মানুষ রেলে সফর করেন৷ ফলে দৈনিক ২ কোটি যাত্রীর মধ্যে ৭ থেকে সাড়ে ৭ লক্ষ যাত্রীর টিকিট বাতিল করাটা খুব বড় কোনও বিষয় নয় বলেই মত ওই রেল কর্তার৷ তাঁর দাবি, যাত্রীরা টিকিট কেটেও বিভিন্ন কারণে তা বাতিল করেন৷ তবে রেল দুর্ঘটনায় ভয় পেয়ে যাত্রীরা টিকিট বাতিল করছেন, এমন সম্ভাবনা খুবই কম৷