TRENDING:

Coromandel Express accident: ভয়ঙ্কর রেল দুর্ঘটনার পরই ট্রেনের টিকিট বাতিলের হিড়িক? অভিযোগ উঠতেই মুখ খুলল আইআরসিটিসি

Last Updated:

পরিসংখ্যান দিয়ে আইআরসিটিসি দাবি করেছে, গত ১ জুন বালাসোরে ট্রেন দুর্ঘটনার দিন রেলে ৭.৭ লক্ষ টিকিট বাতিল হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালাসোর: ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা প্রায় তিনশো ছুঁই ছুঁই৷ এই পরিস্থিতিতে মাথাচাড়া দিয়েছে একটি নতুন বিতর্ক৷ কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, ভয়ঙ্কর এই রেল বিপর্যয়ের পর ট্রেনে টিকিট কেটেও বাতিল করছেন বহু যাত্রী৷ ফলে এক ধাক্কায় রেলে বাতিল হওয়া টিকিটের সংখ্যা বেডে় গিয়েছে৷
দুর্ঘটনাস্থলের ছবি৷
দুর্ঘটনাস্থলের ছবি৷
advertisement

যদিও এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে আইআরসিটিসি৷ ভারতীয় রেল টিকিট বিক্রি ও বণ্টন ব্যবস্থার ভারপ্রাপ্ত এই সংস্থা জানিয়েছে, ওড়িশায় দুর্ঘটনার পর ট্রেনের টিকিট বাতিল করার প্রবণতা যাত্রীদের মধ্যে বেড়ে গিয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি৷

আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস আবার কবে থেকে চলবে, জানাল রেল! ছুটবে সেই লাইন দিয়েই

advertisement

পরিসংখ্যান দিয়ে আইআরসিটিসি দাবি করেছে, গত ১ জুন বালাসোরে ট্রেন দুর্ঘটনার দিন রেলে ৭.৭ লক্ষ টিকিট বাতিল হয়েছিল৷ সেখানে তার পরের দিন ২ জুন বাতিল হয় ৭.৫ লক্ষ টিকিট৷ ফলে ট্রেন দুর্ঘটনায় ভয় পেয়ে বেশি সংখ্যক যাত্রী টিকিট বাতিল করছেন, এমন দাবি ঠিক নয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রেলের এক শীর্ষ কর্তার কথায়, প্রতিদিন ভারতীয় রেলে প্রায় ১৩ হাজার ট্রেন চলে৷ এর বাইরেও বেশ কিছু ট্রেন চলাচল করে৷ বছরে ভারতীয় রেলের যাত্রী সংখ্যা ৮০০ থেকে ৯০০ কোটি৷ ফলে দৈনিক গড়ে প্রায় ২ কোটি মানুষ রেলে সফর করেন৷ ফলে দৈনিক ২ কোটি যাত্রীর মধ্যে ৭ থেকে সাড়ে ৭ লক্ষ যাত্রীর টিকিট বাতিল করাটা খুব বড় কোনও বিষয় নয় বলেই মত ওই রেল কর্তার৷ তাঁর দাবি, যাত্রীরা টিকিট কেটেও বিভিন্ন কারণে তা বাতিল করেন৷ তবে রেল দুর্ঘটনায় ভয় পেয়ে যাত্রীরা টিকিট বাতিল করছেন, এমন সম্ভাবনা খুবই কম৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express accident: ভয়ঙ্কর রেল দুর্ঘটনার পরই ট্রেনের টিকিট বাতিলের হিড়িক? অভিযোগ উঠতেই মুখ খুলল আইআরসিটিসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল