অসম পুলিশের ডিজি জিপি সিং জানিয়েছেন, স্ত্রীর মৃত্যু সংবাদ পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই আত্মঘাতী হন আইপিএস অফিসার। অসম পুলিশের পক্ষ থেকে শিলাদিত্যের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে।
২০০৯ ব্যাচের আইপিএস শিলাদিত্য চেটিয়া স্ত্রীর অসুস্থতা নিয়ে দীর্ঘ দিন ধরেই বিপর্যস্ত ছিলেন। স্ত্রীর চিকিৎসা সংক্রান্ত কারণে তাঁকে চার মাস ছুটি দেওয়া হয়। মঙ্গলবার শিলাদিত্যের স্ত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকের থেকে এই কথা শোনার পরেই আত্মহত্যা করেন আইপিএস অফিসার। এদিন আত্মহত্যার চেষ্টার কিছুক্ষণের মধ্যেই পুলিশ কর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তাঁকে প্রাণে বাঁচানো যায়নি।
advertisement
অসমের স্বরাষ্ট্র এবং রাজনীতি দফতরের সচিব পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি অসমের তিনসুকিয়া এবং সোনিতপুর জেলার পুলিশ সুপার ছিলেন। আইপিএসের আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2024 7:23 PM IST