এদিকে কেকেআর অধিনায়কের রাগ হওয়ার কারণ নিজের ব্যাটিং ফর্ম না খুঁজে পাওয়া ৷ তিনি এ মরশুমে দিল্লি-র বিরুদ্ধে একটি ৫০ করার পর আর একটিও ২০ -ও অতিক্রম করতে পারেননি ৷
হায়দরাবাদে জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে নেমেছে নাইট ব্রিগেড ৷ দলে দুটি নতুন মুখ রিঙ্কু সিং ও কারিয়াপ্পা ৷ এদিকে নেমে উইকেট হারানো শুরু ৷ ৪২ রানে প্রথম সুনীল নারিনের উইকেট হারায় ৷ নারিন এদিন ৮ বলে ২৫ রান করেন ৷ তবে শুভমান গিল আউট হয়ে যান ৪ বলে ৩ করে প্যাভিলিয়নে ফিরে যান ৷ এরপর নীতিশ রানা আউট হয়ে যান ১১ বলে ১১ রান করে ৷
advertisement
মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজর্স হায়দরাবাদ৷ IPL-এ দুটি দলের পয়েন্টই ৮৷
টস জিতে সানরাইজার্স হায়দরাবাদের কেন উইলিয়ামসন বোলিং-এর সিদ্ধান্ত নেন৷ হায়দরাবাদের নতুন পিচে কলকাতা নাইট রাইডার্সদের ব্যাটিং-এর জন্য পাঠান তিনি৷ নতুন পিচ,তাই কিছুটা চাপে থাকবে নাইটরা৷
দেখে নিন নাইটদের প্লেয়িং ইলেভেন
আরও দেখুন