TRENDING:

International Flights: এই ১৮টি দেশের ৪৯টি শহরে এখন ভারতীয়রা বিমান পরিষেবা পাচ্ছেন, দেখে নিন তালিকা

Last Updated:

Indians Can Travel to These 49 Cities Across 18 Countries in September: ইন্টারন্যাশনাল ফ্লাইটের সংখ্যাও বেশ কিছুটা বাড়ানো হল ৷ সেপ্টেম্বরে যে সমস্ত ইন্টারন্যাশনাল রুটে ভারত থেকে ফ্লাইট চলাচল করছে, তার একটা তালিকা নীচে দেওয়া হল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: করোনার জেরে গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতে বন্ধ আন্তর্জাতিক ফ্লাইটের স্বাভাবিক পরিষেবা ৷ যে সমস্ত ফ্লাইটগুলি চলছে, তা ভারত এবং সেই দেশের মধ্যে ‘এয়ার বাবল’ চুক্তি অনুযায়ী চলছে ৷ কয়েক মাস আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পুনরায় প্রায় সব আন্তর্জাতিক বিমান চলাচলই বন্ধ হতে বসেছিল ৷ তবে সেই ধাক্কা সামলে উঠে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা ৷ ডোমেস্টিক ফ্লাইট পরিষেবা এখন দেশে অনেকটাই স্বাভাবিক ৷ প্রচুর সংখ্যায় যাত্রীও হচ্ছে প্রতিদিন ৷ সেইসঙ্গে এবার ইন্টারন্যাশনাল ফ্লাইটের সংখ্যাও বেশ কিছুটা বাড়ানো হল ৷ সেপ্টেম্বরে যে সমস্ত ইন্টারন্যাশনাল রুটে ভারত থেকে ফ্লাইট চলাচল করছে, তার একটা তালিকা নীচে দেওয়া হল ৷
advertisement

আরও পড়ুন- আমিরশাহিতে ফ্যাক্টর স্পিনাররা, জাদেজা, চাহাল ছাড়া কে কে সুযোগ পাচ্ছেন টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে?

একনজরে যে সমস্ত দেশে যাওয়ার জন্য ‘এয়ার বাবল’ চুক্তিতে ভারতীয়রা এখন সরাসরি ফ্লাইট পরিষেবা পাবেন-

আফগানিস্তান- কাবুল

বাহরিন

বাংলাদেশ- ঢাকা

কানাডা- টরোন্টো, ভ্যাঙ্কুভার

advertisement

ফ্রান্স- প্যারিস

জার্মানি- ফ্রাঙ্কফার্ট

জাপান- টোকিও (নারিতা)

কেনিয়া- নাইরোবি

কুয়েত

মলদ্বীপ

নেপাল- কাঠমাণ্ডু

ওমান- মাস্কট

কাতার- দোহা

রাশিয়া- মস্কো

শ্রীলঙ্কা- কলম্বো

সংযুক্ত আরব আমিরশাহি- দুবাই, আবুধাবি

advertisement

ব্রিটেন- লন্ডন, বার্মিংহ্যাম

মার্কিন যুক্তরাষ্ট্র- শিকাগো, ওয়াশিংটন, নেওয়ার্ক, স্যান ফ্রান্সিস্কো

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বেশ কয়েকমাস বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহি, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে ভারত থেকে বিমান চলাচল শুরু হয়েছে ৷ পর্যটকদের জন্যও ভিসার নিয়ম অনেকটাই শিথিল করেছে বেশ কিছু দেশ ৷ শুধু এশিয়া বা আফ্রিকা নয়, ইউরোপের বিভিন্ন দেশও এখন ভারতীয় পর্যটকদের জন্য খুলে গিয়েছে ৷ ফলে করোনার তৃতীয় ঢেউ না এলে ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হওয়ার পথে ভারত থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা ৷ তবে একইসঙ্গে কেন্দ্রীয় সরকার এখনও ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাচল স্বাভাবিক করার জন্য সবুজ সঙ্কেত দেয়নি ৷ বরং তা প্রতি মাসেই পিছিয়ে দেওয়া হচ্ছে ৷ তাতে স্বভাবতই হতাশ ট্রাভেল সংস্থাগুলি ৷ কারণ যেভাবে দেশে ডোমেস্টিক বিমান পরিষেবা আগের তুলনায় এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে, তেমনি আন্তর্জাতিক রুটেও বিমান চলাচল হোক আবার আগের মতো ৷ এমনটাই আর্জি ট্রাভেল সংস্থাগুলির ৷ কারণ করোনার জেরে গত বছর মার্চ থেকে ভারতে ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাচল বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে ট্যুরিজম সংস্থাগুলির ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
International Flights: এই ১৮টি দেশের ৪৯টি শহরে এখন ভারতীয়রা বিমান পরিষেবা পাচ্ছেন, দেখে নিন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল