একনজরে যে সমস্ত দেশে যাওয়ার জন্য ‘এয়ার বাবল’ চুক্তিতে ভারতীয়রা এখন সরাসরি ফ্লাইট পরিষেবা পাবেন-
আফগানিস্তান- কাবুল
বাহরিন
বাংলাদেশ- ঢাকা
কানাডা- টরোন্টো, ভ্যাঙ্কুভার
advertisement
ফ্রান্স- প্যারিস
জার্মানি- ফ্রাঙ্কফার্ট
জাপান- টোকিও (নারিতা)
কেনিয়া- নাইরোবি
কুয়েত
মলদ্বীপ
নেপাল- কাঠমাণ্ডু
ওমান- মাস্কট
কাতার- দোহা
রাশিয়া- মস্কো
শ্রীলঙ্কা- কলম্বো
সংযুক্ত আরব আমিরশাহি- দুবাই, আবুধাবি
ব্রিটেন- লন্ডন, বার্মিংহ্যাম
মার্কিন যুক্তরাষ্ট্র- শিকাগো, ওয়াশিংটন, নেওয়ার্ক, স্যান ফ্রান্সিস্কো
বেশ কয়েকমাস বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহি, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে ভারত থেকে বিমান চলাচল শুরু হয়েছে ৷ পর্যটকদের জন্যও ভিসার নিয়ম অনেকটাই শিথিল করেছে বেশ কিছু দেশ ৷ শুধু এশিয়া বা আফ্রিকা নয়, ইউরোপের বিভিন্ন দেশও এখন ভারতীয় পর্যটকদের জন্য খুলে গিয়েছে ৷ ফলে করোনার তৃতীয় ঢেউ না এলে ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হওয়ার পথে ভারত থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা ৷ তবে একইসঙ্গে কেন্দ্রীয় সরকার এখনও ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাচল স্বাভাবিক করার জন্য সবুজ সঙ্কেত দেয়নি ৷ বরং তা প্রতি মাসেই পিছিয়ে দেওয়া হচ্ছে ৷ তাতে স্বভাবতই হতাশ ট্রাভেল সংস্থাগুলি ৷ কারণ যেভাবে দেশে ডোমেস্টিক বিমান পরিষেবা আগের তুলনায় এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে, তেমনি আন্তর্জাতিক রুটেও বিমান চলাচল হোক আবার আগের মতো ৷ এমনটাই আর্জি ট্রাভেল সংস্থাগুলির ৷ কারণ করোনার জেরে গত বছর মার্চ থেকে ভারতে ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাচল বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে ট্যুরিজম সংস্থাগুলির ৷
