TRENDING:

সেনাবাহিনীর তৎপরতায় ব্যর্থ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, খতম ৪

Last Updated:

কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল নিরাপত্তারক্ষীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: ফের অশান্ত ভূস্বর্গ ৷ গতকালই উপনির্বাচন ঘিরে চাঞ্চল্য ছড়ায় শ্রীনগরে ৷  মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় হিংসা ছড়ানোর চেষ্টা হলে গুলিতে তিনজনের মৃত্যু হয় ৷ জখম হয়েছেন আরও পাঁচজন ৷ এর ঠিক ২৪ ঘণ্টা পরে কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল নিরাপত্তারক্ষীরা। সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়। রবিবার বিকেলে সেনা অভিযানে মৃত্যু হয়েছে ৪ পাকিস্তানি অনুপ্রবেশকারীর ৷ এখনও চলছে সেনা অভিযান ৷
advertisement

এরপর গোটা এলাকায় ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তরক্ষীরা ৷ সেনার তরফে জানানো হয়েছে,  রাতেই জঙ্গিরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু সীমান্তে ভারতীয় সেনারা তৎপর থাকায় তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে ৷ আরো জঙ্গিরা অনুপ্রবেশ করার চেষ্টা করছে কিনা তা এখনও জানা যায়নি ৷ তবে কোনও রকম অনুপ্রবেশ রুখতে সীমান্তে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ৷

advertisement

বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরের বিক্ষোভকারীদের সমর্থনে পদত্যাগ করেন পিডিপির প্রাক্তন নেতা তারিক হামিদ ৷ তাই ফের শ্রীনগর কেন্দ্রে উপনির্বাচনের আয়োজন করা হয় ৷ ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গতকাল ভোটগ্রহণের মাঝেই বিক্ষোভকারীরা ভোট পর্ব বিঘ্নিত করার চেষ্টা করে ৷ বুদগাম ছাড়াও উপনির্বাচন চলাকালীন একইভাবে অশান্ত শ্রীনগরের আরও তিনটি জেলা ৷ ২৪টিরও বেশি জায়গা থেকে অশান্তির খবর এসেছে ৷ বুদগামের একটি বুথে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সেনাবাহিনীর তৎপরতায় ব্যর্থ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, খতম ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল