এরপর গোটা এলাকায় ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তরক্ষীরা ৷ সেনার তরফে জানানো হয়েছে, রাতেই জঙ্গিরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু সীমান্তে ভারতীয় সেনারা তৎপর থাকায় তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে ৷ আরো জঙ্গিরা অনুপ্রবেশ করার চেষ্টা করছে কিনা তা এখনও জানা যায়নি ৷ তবে কোনও রকম অনুপ্রবেশ রুখতে সীমান্তে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ৷
advertisement
বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরের বিক্ষোভকারীদের সমর্থনে পদত্যাগ করেন পিডিপির প্রাক্তন নেতা তারিক হামিদ ৷ তাই ফের শ্রীনগর কেন্দ্রে উপনির্বাচনের আয়োজন করা হয় ৷ ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা।
গতকাল ভোটগ্রহণের মাঝেই বিক্ষোভকারীরা ভোট পর্ব বিঘ্নিত করার চেষ্টা করে ৷ বুদগাম ছাড়াও উপনির্বাচন চলাকালীন একইভাবে অশান্ত শ্রীনগরের আরও তিনটি জেলা ৷ ২৪টিরও বেশি জায়গা থেকে অশান্তির খবর এসেছে ৷ বুদগামের একটি বুথে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা ৷