সবাই গৃহবন্দি । জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনো নিষিদ্ধ । কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও দাঁতে দাঁত চিপে কাজ করে চলেছেন করোনা-যোদ্ধারা। চিকিৎসক, সেবাকর্মী, সাফাাইকর্মী, পুলিশ আধিকারিকরা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে দেশের মানুষকে এই বিপদ থেকে রক্ষা করার ব্রত নিয়েছেন । অথচ তাঁদেরও পরিবার রয়েছে। পরিবারের মানুষদের ছেড়ে তাঁদেরও যেতে হচ্ছে সাক্ষাৎ মৃত্যুর সামনে। ফলে বাড়ির পরিজনদের থেকে দূরে দূরে থাকতে হচ্ছে তাঁদের ।
advertisement
তেমনই এক ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ইন্দৌরের এক পুলিশকর্মী নির্মল শ্রীনিবাস । বাড়ি ফিরেও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলছেন তিনি । বাড়ি ফিরেও বাড়ির বাইরে বসে বালতির উপর থালা রেখে খাবার খাচ্ছেন তিনি । দূরে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট মেয়ে । কিন্তু পরিবারের স্বার্থেই তাঁদের ধারেকাছেও ঘেঁষছেন না ওই পুলিশ আধিকারিক।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2020 1:00 PM IST
