বিখ্যাত সাংবাদিক রশিদ কিদবাই তাঁর লেখা বই 'নেতা অভিনেতা : বলিউড স্টার পাওয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্স' এ দাবি করেছেন ৷ তিনি লিখেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ও কিংবদন্তি পৃথ্বীরাজ কাপুরের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল ৷ ইন্দিরা গান্ধির মনেও কাপুর পরিবারের জন্য বেশ আবেগ ও সম্মান ছিল ৷
রাজীব গান্ধি ব্রিটেনের অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন সেখানেই সনিয়া মায়নো (বর্তমানে সনিয়া গান্ধি) সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তারপরেই প্রেম ৷ ১৯৬৮ সালে রাজীব সনয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৷ রশিদের এই বইয়ে আরও চাঞ্চল্য কর তথ্য পাওয়া গিয়েছে যখন রাজ কাপুরের নাতনি করিনা কাপুর ২০০২ সালে রাহুল গান্ধিকে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন ৷ আরও জানা গিয়েছে রাহুল করিনার প্রতিটি ছবি প্রথম দিন, প্রথম শো দেখতে পছন্দ করতেন ৷
advertisement
তবে ২০০৯ সালের করিনা তার বয়ান বদল করে বলেছিলেন অনেক পুরনো কথা এইসব কথা বলেছিলেন তিনি কেননা তঁদের দু'জনের পদবী অত্যন্ত পরিচিত বলেই ৷ করিনা রাহুলকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চেয়েছিলেন কিন্তু কোনও মতেই রাহুলকে তিনি ডেট করতে মোটেই চাননা ৷
আরও এক বিখ্যাত সাংবাদিক মধু জৈন তাঁর বই দ্য কাপুর্স দ্য ফার্স্ট অফ ইন্ডিয়ান সিনেমা এবং রাজ কাপুরের মেয়ে ঋতুর বই ]রাজ কাপুর স্পিক্স' বইয়ে আরও একটি উদাহরণ দিতে গিয়ে রশিদ 'নেতা অভিনেতা' নামক বইয়ে বলেছেন রাজ কাপুরের আওয়ারা সিনেমা দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলেছিল ৷ তখন নেহেরু পৃথ্বীরাজ কাপুরকে বলেছিলেন স্টালিনের সঙ্গে জহরলাল নেহেরুর কথোপকথনে বারবার আওয়ারা ছবির প্রসঙ্গ উঠে এসেছে ৷
তখন স্তালিন সোভিয়েত রাশিয়ার একচ্ছত্র অধিপতি ছিলেন ৷ রশিদ কিদবাই তাঁর গ্রন্থে এই ভাবেই রাজনীতি ও গ্ল্যমার জগতের ঘনিষ্ঠতা তুলে ধরেছিলেন ৷