IGI বিমানবন্দর সূত্রে খবর, ল্যান্ডিংয়ের পর ট্যাক্সি ওয়েতে যাচ্ছিল ইন্ডিগোর বিমানটি ৷ অন্যদিকে রানওয়েতে টেক অফ করছিল স্পাইসজেটের একটি বিমান ৷ আচমকাই মুখোমুখি চলে আসে ওই দুটি বিমান ৷ পাইলটদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় বিমান দুটি ৷ ঘটনার তদন্তে নেমেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) ৷
ইন্ডিগোর 6E 729 বিমানটি এদিন লখনউ থেকে দিল্লি আসছিল ৷ সবমিলিয়ে ১৭৬ জন যাত্রী ছিলেন ইন্ডিগোর ওই বিমানে ৷ রানওয়েতে নেমেই স্পাইসজেটের বিমান দেখতে পান চালক ৷ এটিসি থেকে সঙ্কেত পেয়েই চালক দ্রুত বিমান থামান বলে ইন্ডিগো এয়ারলাইন্স সূত্রে খবর ৷
advertisement
অন্যদিকে স্পাইসজেটের তরফে এদিন এক বিবৃতিতে জানানো হয়, সংস্থার বিমনাটি দিল্লি থেকে হায়দরাবাদ যাচ্ছিল ৷ এটিসি-র নির্দেশ মতোই রানওয়েতে ছিল বিমান ৷ সেইসময়ই হঠাৎ মুখোমুখি এসে যায় অন্য বিমানটি ৷ স্পাইসজেেটর চালক দ্রুত বিমান থামান ৷ সঙ্গে সঙ্গেই গোটা বিষয়টা এটিসি-কে জানান পাইলট ৷ স্পাইসজেটের কাছে যাত্রীদের সুরক্ষাই অগ্রগণ্য ৷ সমস্ত বিভাগকে তাই সমস্যার কথা জানানো হয়েছে ৷
মনে করা হচ্ছে ঘন কুয়াশার জন্য বিমান বন্দরে দৃশ্যমানতা কম ছিল তাই ঘটেছে এই ধরনের ঘটনা ৷ ঘন কুয়াশায় এমনিতেই বিপর্যস্ত দিল্লিতে বিমান পরিষেবা ৷ এদিন সকালে ৮টি আন্তর্জাতিক উড়ানের পাশাপাশি ৭টি অন্তর্দেশীয় উড়ানের ওঠানামাতেও দেরি হয় ৷ বিমান চলাচলের পাশাপাশি ব্যহত রাজধানীর ট্রেন পরিষেবাও ৷ রেল সূত্রে খবর দেরীতে চলছে অন্তত ৩২টি ট্রেন ৷ ঘন কুয়াশার কারণে ইতিমধ্যে বাতিল হয়েছে দুটি ট্রেন ৷