TRENDING:

ট্যাক্সিওয়েতে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল দুটি বিমান !

Last Updated:

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বড়সড় বিপত্তি থেকে বাঁচলেন যাত্রীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ, মঙ্গলবার যেন দেশের বিমানবন্দরগুলিতে দুর্ঘটনারই দিন ৷ গোয়া বিমানবন্দরের রানওয়েতে জেট এয়ারওয়েজের বিমান টেক অফ করতে গিয়ে পিছলে পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বড়সড় বিপত্তি থেকে রক্ষা পেলেন যাত্রীরা ৷ ট্যাক্সি-ওয়েতে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে অল্পের রক্ষা পেল ইন্ডিগো এবং স্পাইসজেটের দুটি বিমান !
advertisement

IGI বিমানবন্দর সূত্রে খবর, ল্যান্ডিংয়ের পর ট্যাক্সি ওয়েতে যাচ্ছিল ইন্ডিগোর বিমানটি ৷ অন্যদিকে রানওয়েতে টেক অফ করছিল স্পাইসজেটের একটি বিমান ৷ আচমকাই  মুখোমুখি চলে আসে ওই দুটি বিমান ৷ পাইলটদের  তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় বিমান দুটি ৷ ঘটনার তদন্তে নেমেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) ৷

ইন্ডিগোর 6E 729 বিমানটি এদিন লখনউ থেকে দিল্লি আসছিল ৷ সবমিলিয়ে ১৭৬ জন যাত্রী ছিলেন ইন্ডিগোর ওই বিমানে ৷ রানওয়েতে নেমেই স্পাইসজেটের বিমান দেখতে পান চালক ৷ এটিসি থেকে সঙ্কেত পেয়েই চালক দ্রুত বিমান থামান  বলে ইন্ডিগো এয়ারলাইন্স সূত্রে খবর ৷

advertisement

অন্যদিকে স্পাইসজেটের তরফে এদিন এক বিবৃতিতে জানানো হয়, সংস্থার বিমনাটি দিল্লি থেকে হায়দরাবাদ যাচ্ছিল ৷ এটিসি-র নির্দেশ মতোই রানওয়েতে ছিল বিমান ৷ সেইসময়ই হঠাৎ মুখোমুখি এসে যায় অন্য বিমানটি ৷ স্পাইসজেেটর চালক দ্রুত বিমান থামান ৷ সঙ্গে সঙ্গেই গোটা বিষয়টা এটিসি-কে জানান পাইলট ৷ স্পাইসজেটের কাছে যাত্রীদের সুরক্ষাই অগ্রগণ্য ৷ সমস্ত বিভাগকে তাই সমস্যার কথা জানানো হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মনে করা হচ্ছে ঘন কুয়াশার জন্য বিমান বন্দরে দৃশ্যমানতা কম ছিল তাই ঘটেছে এই ধরনের ঘটনা ৷ ঘন কুয়াশায় এমনিতেই বিপর্যস্ত দিল্লিতে বিমান পরিষেবা ৷ এদিন সকালে ৮টি আন্তর্জাতিক উড়ানের পাশাপাশি ৭টি অন্তর্দেশীয় উড়ানের ওঠানামাতেও দেরি হয় ৷ বিমান চলাচলের পাশাপাশি ব্যহত রাজধানীর ট্রেন পরিষেবাও ৷ রেল সূত্রে খবর দেরীতে চলছে অন্তত ৩২টি ট্রেন ৷ ঘন কুয়াশার কারণে ইতিমধ্যে বাতিল হয়েছে দুটি ট্রেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ট্যাক্সিওয়েতে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল দুটি বিমান !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল