বিমানযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার কথা শোনা গিয়েছিল আগেই। সেই রেশ ফুরোয়নি এখনও। এবার রবিবার হাওড়াগামী অকাল তখত এক্সপ্রেসে এক মহিলার যাত্রীর শরীরে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মদ্যপ টিকিক পরীক্ষকের বিরুদ্ধে। ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে অমৃতসর থেকে ট্রেনে চেপে আসছিলেন। পথেই এই কাণ্ড! তবে ওই টিটিইকে জিআরপি পরে গ্রেফতার করেছে।
advertisement
আরও পড়ুন - Discount on Rail Ticket: ট্রেনে ফের কি মিলবে সিনিয়র সিটিজেনদের জন্য ছাড়, বড় প্রস্তুতি শুরু
সূত্রের খবর, ট্রেনের কামরায় ঘুমিয়ে ছিলেন ওই মহিলা যাত্রী। তখন ওই টিটি মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে যাত্রীরা ছুটে চলে আসেন। এরপর মহিলার স্বামী ওই টিটিকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। ট্রেনটি লখনউয়ের চারবাঘ স্টেশনে পৌঁছলে তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন - Thunderstorm Alert: হু হু করে বয়ে যাবে হাওয়া, ওলটপালট বৃষ্টি রাজ্যে-রাজ্যে, বাংলারও নিস্তার নেই
এর আগে একাধিকবার বিমানের এক সহযাত্রী অপর সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। এনিয়ে ওই যাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে নিউ ইয়র্ক-নিউ দিল্লি আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে এক পুরুষ যাত্রী তার সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলা যাত্রীর শরীরে অপর এক পুরুষ যাত্রী প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ।
গোটা বিষয়টি নিয়ে ফের প্রশ্ন উঠেছে রেলে মহিলাদের নিরাপত্তা নিয়ে। যদিও রেলের দাবি, সুরক্ষার প্রশ্নে কোনও আপোষ তারা করছেন না। খোদ রেল মন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে চাকরি থেকেও বরখাস্ত করে দেওয়া হয়েছে।
ABIR GHOSHAL