TRENDING:

ট্রেনের কামরায় বেশ কিছু নতুন সুবিধা আনছে ভারতীয় রেল !

Last Updated:

ট্রেন যাত্রাকে আরও সুন্দর, স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এবার ভারতীয় রেল বেশ কিছু নতুন সুযোগ সুবিধা আনতে চলেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ট্রেন যাত্রাকে আরও সুন্দর, স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এবার ভারতীয় রেল বেশ কিছু নতুন সুযোগ সুবিধা আনতে চলেছে ৷ তবে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সুবিধা আপাতত পাওয়া যাবে এসি থ্রি কামরাতেই ৷ সঙ্গে এও জানানো হয়ে, ধীরে ধীরে গোটা ট্রেনেই এই সুবিধাগুলো ছড়িয়ে দেওয়া হবে ৷
advertisement

১) রং বদলে দেওয়া হচ্ছে ট্রেনের সিটের ৷ ট্রেনের কামরা আরও ঝকঝকে করতে এবার থেকে ফের ফিরিয়ে আনা হচ্ছে নীল রংকেই ৷

২) সাইড বার্থের ক্ষেত্রে এবার ব্যবহার করা হবে বিশেষ নেক রেস্ট ৷ যাতে সাইড বার্থে বসে থাকাটাও আরামদায়ক হয় ৷

৩) প্রথম বার্থে অন্তত পক্ষে দুটো করে মোবাইল চার্জারের সুবিধা দেওয়া হবে ৷

advertisement

৪) কামরায় থাকবে জিপিএসের সুবিধা ৷ যার সাহায্যে সহজেই বোঝা যাবে ট্রেন কোথায় আছে, পরের স্টেশন কতটা দূরে ৷

৫) প্রত্যেক কামরাতেই থাকবে ওয়াই-ফাইয়ের সুবিধা ৷

৬) বাচ্চাদের সুবিধার জন্য রাখা হবে বিশেষ ধরণের টেবিল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৭) ট্রেনের টয়লেটকেও অত্যাধুনিক করা হচ্ছে ৷ যাতে টয়লেটের মেঝে ভিজে না যায়, সেদিকে নজর দেওয়া হবে ৷ পুরুষদের জন্য থাকছে বিশেষ ধরণের ইউরিনালের ব্যবস্থা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ট্রেনের কামরায় বেশ কিছু নতুন সুবিধা আনছে ভারতীয় রেল !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল